আমাদের কথা খুঁজে নিন

   

আকাশের নীল হ্রদের জলে, ছাইরঙা মেঘের পাড়ে আরেকটিবার হেঁটে যাও।

বনের ধারে সে অপূর্ব মায়াময় বৈকালগুলি মিছামিছিই নামবে চিরদিন।

আজ সারাটা দিন হল 'বাদলা দিন'। আমি দারুণভাবে অনুভব করেছি আজকের এই আবহাওয়া। হৃদয়টা আর্দ্র হয়ে গেছে। কিন্তু আসলে আমার জন্য বৃষ্টি না হওয়াটাই ভাল অন্তত যতদিন না আমার মন থেকে ওর নাম মুছে যাবে।

যখন সবাই বের হয়ে এল তমার বাসা থেকে, তখন। পরিবেশটা তখন একদমই আলাদা। ঠাণ্ডা বাতাস, ভেজা প্রকৃতি, আকাশের ঝিরঝির ক্রন্দন তখনও চলছে। রাস্তাটা চুপচাপ। যেন কানে কানে কি বলে গেল হিমেল হাওয়া।

ঠিক আমার মস্তিষ্ককে কেমন যেন মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল। হৃদয়ের মাঝখানটায় একটা অবুঝ নিয়ন্ত্রণহীন অনুভূতি যেন লুকিয়ে রাখা মনের আশা ব্যক্ত করতে ব্যাকুল। পেছনে ঝাপসাভাবে ওকে চোখে পড়ায় আরেকটু অস্থির হয়ে গেলাম। এমন পরিবেশে দূর্বল হয়ে গিয়েছিল আমার কঠোর মজবুত বানানো চেহারা। সে জন্যেই বাদলা দিন আমার জন্য ভাল নয়।

বাসায় এলাম। সন্ধ্যা নামবে। একটু বৃষ্টির আশায় চেয়ে ছিলাম আকাশের দিকে। ছোট্ট একটুখানি জানালা দিয়ে চেয়ে রইলাম। উফ কি অসাধারণ।

হালকা ছাই রঙা মেঘের মাঝে ঝকঝকে নীল আকাশ উঁকি দিচ্ছে। একদম যেন টলটলে হ্রদের পানি। আমার মন সেই নীল জলে সাঁতার দিল। হেঁটে বেড়াল সেই ছাই ছাই মেঘের পাড়ে। রাত নেমেছে অনেক।

কেন জানি আর বাঁধতে পারলাম না নিজেকে। উঠে গেলাম ছাদে। বৃষ্টিটা পড়ছে যেন কিশোরীর আনন্দে। জমা পানিতে ছলকে উঠছে ঝরে পড়া বৃস্টিজল। তখনও ভেজা শুরু করিনি।

কিছুটা পানি আমার পায়ে এসে পড়ল। একদম নুপুরের মত সেই জল। সেই জল নূপুর পায়ে ছুটে গেলাম আকাশের অঝোর অশ্রুর নিচে। আমার নূপুর বেজে চলল বৃষ্টির সুরের সাথে তাল রেখে। চাঁদ দিল এক চিমটি আলো।

সেই আলোতে দেখতে পেলাম - তুমি সেই মেঘের পাড়ে হেঁটে চলেছ আমারই জল নূপুরের ছন্দে। তারপরতো শুধু রিমঝিম বৃষ্টি..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।