আমাদের কথা খুঁজে নিন

   

বাদল দিনের রোদেলা ফুল !

পরিবর্তনের জন্য লেখালেখি

কদম ফুলটা হতেই পারতো গোল না হয়ে চারটি কোনা সুখের সাথে তখন কি গো থাকতো তোমার আনাগোনা ? বৃষ্টি ফোটা শাড়ির খুঁটে বাঁধতে কি গো সঙ্গোপনে? উড়িয়ে আঁচল বাচাল মেঘের লিখতে চিঠি আমার সনে? কিন্তু ফুলটা চারকোনা নয় , ধরার মতন নিঠুর বৃত্ত অনেক দিনের ম্লান অবসাদ , নিজের ভুলে ঘুরছি নিত্য! আমার ঘরে দখিন দুয়ার তাও দেখি বয় উত্তুরে হিম শ্রাবন রঙের নয়ন ধোয়া মেঘের কাছে পাওনা অসীম চুড়ির শব্দে কল্পনারা যাচ্ছে কেটে ছুরির ফলায় নুপুর ভেবে দেখছি চেয়ে কাচ ভাঙা রোদ খিড়কি তলায় উঠোন থেকে ঘুম নোয়ানো পাতার দলে স্বপ্ন দোলে একটি একটি ইচ্ছে গুঁজে রাখছি দেখো কদম ফুলে ! আষাঢ় এলে চিলেকোঠায় পাখনা গুটোয় একটা পাখি নরম বুকে গভীর থাকে অপেক্ষাদের ক্ষণ চাতকী টাপুর টুপুর কয়টা দুপুর , সন্ধ্যা গেলো বর্ষা বেয়ে জানলা গলে কয়টা বেলী নেয় চুরিয়ে একটা মেয়ে সেই মেয়েটা রোদের মতন, পুরনো ওম, শীতের শেষে , ফুটবে কবে সবুজ পাতায় একটি কদম আমার দেশে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।