আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম সম্পর্কে অমুসলিমদের কিছু প্রশ্নের উত্তর

সৃষ্টির মাঝেই স্রষ্টার রহস্য।

প্রথমেই প্রশ্নগুলোর দিকে নজর দেয়া যাক। প্রশ্ন: ১. পুরুষদের বহুবিবাহের অনুমতি দেয়া হয়েছে কেন? ২. নারীদের বহুবিবাহের অনুমতি দেয়া হয়নি কেন? ৩. নারীদের বোরখার আড়ালে রেখে অবমাননা করা হয় কেন? ৪. শান্তির ধর্ম হলেও জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করা হয়েছিল কেন? ৫. বেশিরভাগ মুসলমান মৌলবাদী ও সন্ত্রাসী কেন? ৬. প্রানী হত্যা পাপ জেনেও মুসলমানরা খাদ্যে মাংস গ্রহণ করে কেন? ৭. প্রানী হত্যার অনেক সহজ পদ্ধতির পরও মুসলমানরা প্রানীদের কষ্ট দিয়ে জবাই করে কেন? ৮. জন্তুর মাংস খেলে মানুষের আচরন এর দ্বারা প্রভাবিত হয়। তবে মুসলমানরা কেন জন্তুর মাংস গ্রহণ করে? ৯. মুসলমানরা কাবা ঘরের পূজা করে কেন? ১০. অমুসলিমদের মক্কায় প্রবেশ করতে দেয়া হয় না কেন? ১১. শূকরের মাংস গ্রহণ নিষিদ্ধ কেন? ১২. মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ কেন? ১৩. আদালতে সাক্ষী দেবার ক্ষেত্রে, ২ জন নারী = ১ জন পুরুষ এই বৈষম্য কেন? ১৪. সম্পত্তির বন্টনের ক্ষেত্রে, ১ জন পুরুষ = ২ জন নারী, এই বৈষম্য কেন? ১৫. কোরআন সৃষ্টিকর্তার বাণী, প্রমাণ কি? ১৬. মৃত্যুর পর আবার সবাই জীবিত হবে, প্রমান কি? ১৭. কেন মুসলমানরা বিভিন্ন গোত্রে বিভক্ত? ১৮. সকল ধর্মই ভাল কাজের নির্দেশ দেয়, তাহলে ইসলামের বিশেষত্ব কী? ১৯. যদি ইসলামই সর্বশ্রেষ্ঠ ধর্ম হয় তাহলে মুসলমানরা অসৎ কাজের সাথে জড়িত কেন? ২০. সকল অমুসলিমকেই কাফির বলা হয় কেন? মুল গ্রন্থ: Answer's to Non-Muslims' Common Questions about Islam. Dr. Zakir Abdul Karim Naik. যেকোন ধরনের ওপেন সোর্সে প্রকাশিত এটাই আমার প্রথম অনুবাদ। সংশয়, সন্দেহ, আপত্তি, ভিন্নমত, মন্তব্য প্রত্যাশা করছি। এই লেখায় শুধু প্রশ্নগুলো উল্লেখ করা হল। উত্তরগুলো ক্রমানুসারে প্রকাশিত করার ইচ্ছে। তবে যদি কোন প্রশ্ন সম্পর্কে আপনার বিশেষ আগ্রহ থাকে তবে সেটি জানালে ক্রম পরিবর্তন করব। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.