আমাদের কথা খুঁজে নিন

   

উপাখ্যান



আমি কবিতা লিখতে বসিনি কি লিখতে বসেছি নিজেও জানিনা! জীবন উপাখ্যানতো নয়ই......তাহলে? কবিতা লেখা ভুলে গিয়েছি অনেক আগেই মনতো এখন অষ্টপ্রহরের নির্জনতার বাসিন্দা...... তাছাড়া হাতটাও ভেঙ্গে গিয়েছে! ভাঙ্গা হাত এখন আর কলম ধরতে পারেনা ধরতে পারেনা শক্ত করে তোমাকেও! পঙ্গু! আমি পঙ্গু! আমি পঙ্গু হয়েছি নিজের অজান্তেই...... “কবিতা লিখে কি হবে বলো? বন্ধু, জীবনতো হয়ে গেছে এলোমেলো!” এসব কথা আগে অনেক লিখেছি কিন্তূ এখন লিখছি অন্যকিছু~ এলোমেলো কিছুতো সাজানো যায় বা সাজানোর অবকাশ থাকে অন্ততঃ...... কিন্তূ আমিতো পথের ধুলা হয়ে গিয়েছি পথিক আমাকে মাড়িয়ে চলে যায় অবাঞ্ছিত মনে করে আমায়! তাদের পা’গুলো ধুয়ে ফেলতে পারলেই বাঁচে! তাছাড়া আমাকে কেইবা সাজাবে বলো.........? নভেম্বর ০৮, ২০০১ রাত ২-৫৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।