আমাদের কথা খুঁজে নিন

   

উপাখ্যান স্মরণে..

রামায়ণের রচয়িতা বাল্মীকি প্রথম জীবনে দস্যু ছিলেন। ঘটনাক্রমে দেবর্ষি নারদের মন্ত্রণায় তিনি দস্যুতা ছেড়ে রাম নাম জপে তপস্যার সিদ্ধান্ত নেন। কিন্তু তাঁর অতীত জীবনের পাপের রেকর্ড (৫২ টি হত্যা ইত্যাদি) এত বেশি ছিল যে, তাঁর জিহ্বা ভারী হয়ে গিয়েছিল, কিছুতেই তিনি 'রাম' উচ্চারণ করতে পারছিলেন না। বাধ্য হয়ে তিনি 'মরামরামরামরাম' বলে 'রাম' উচ্চারণের উদ্যোগ নিয়েছিলেন। একদা তপস্যায় থাকা অবস্থায় তিনি দেখতে পান, বনের মধ্য দিয়ে এক তরুণীর লাশ নিয়ে যাওয়া হচ্ছে শেষকৃত্যের উদ্দেশ্যে।

অকস্মাৎ দস্যুদের আক্রমণে লাশবহনকারী সবাই পালিয়ে যায় এবং অতঃপর দস্যুরা মৃত তরুণীটিকে ধর্ষণে উদ্যত হয়। এ দৃশ্য সহ্য করতে না পেরে "প্রভু, রইল আমার তপস্যা..যাহাই বায়ান্ন, তাহাই তিপ্পান্ন" - এই বলে বাল্মীকি ধর্ষণে উদ্যত দস্যুটিকে হত্যা করেন এবং বাকিরা ভয়ে পালিয়ে যায়। উল্লেখ্য, এরপর আর কখনও বাল্মীকির 'রাম' উচ্চারণে সমস্যা হয়নি। (বহুকাল আগে শ্রুত উপাখ্যানটি নিজের ভাষায় লিখলাম। ভুল অবশ্যই সংশোধনযোগ্য।

) শিক্ষাঃ মানুষ পরিবর্তনশীল। আর অন্যায়ের প্রতিবাদ করাটাও একধরনের উপাসনা। Confusion: এইটা কি দণ্ডবিধি'র ১০০ ধারার আওতায় পরবে নাকি ১০৩ ধারায়, নাকি কোনওটাতেই না !? ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।