আমাদের কথা খুঁজে নিন

   

বুঝে নিলাম।

http://www.paybox.me/r/rihan

এরপর জীবনের সব আলো মুছে দিয়ে তুমি যখন চলে গেলে আঁধারের কোল ঘেঁষে বুঝে নিলাম প্রেম ছিলো মরীচীকা নির্ভুল ভালোবাসা রাতে ফোটা নাইটকুইন-- রাত শেষে ঝরা ফুল। বুঝে নিলাম তুমি ছিলে আকাশের ভাসা মেঘ, আমি ছিলাম নিশ্চুপ পাহাড়-রূপ নির্বেগ তুমি এসে চুমু খেলে পাহাড়ের শিরদ্বার এরপর চলে গেলে ভেসে ভেসে দুর্বার আমি তখনও ঠাঁই ছিলাম দাঁড়িয়ে পাহাড়-রূপ নির্বাক শুনেছিলাম নিহারিকার পথে পথে বিষাদেরই হাঁকডাক। বুঝে নিলাম তুমি ছিলে বিকালের শেষ আলো স্নিগ্ধতায় হেসে হেসে আমারে যে ডেকেছিলে দিয়েছিলে হাতছানি লাল-প্রেম আভাতে এরপর চুপিচুপি দিনশেষে অবশেষে দিগন্তরে দিয়ে গেলে আঁধরেরই ছাপ কালো। বুঝে নিলাম তুমি ছিলে জোছনার বারিধারা চুপিসারে ঝরে ঝরে ছুঁয়েছিলে আমারে ভাসিয়েছিলে আমারে নীল প্রেম সায়রে এরপর রাত শেষে মিশে গেলে বাতাসে দিয়ে গেলে আমারে এক আকাশ স্মৃতি-তারা। এরপর জীবনের সব আলো মুছে দিয়ে তুমি যখন চলে গেলে আঁধারের কোল ঘেঁষে বুঝে নিলাম প্রেম ছিলো মরীচীকা নির্ভুল ভালোবাসা রাতে ফোটা নাইটকুইন-- রাত শেষে ঝরা ফুল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।