আমাদের কথা খুঁজে নিন

   

জনগণ বাজেট বুঝে না, কুইক রেন্টালও বুঝে না, বুঝে শুধু চালের দাম কমছে কিনা, ঘরের বাতি জ্বলে কিনা

http://www.facebook.com/godfatherhasan71 টিভিতে মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্য শুনছিলাম। বাজেটের নানা দিক তুলে ধরে তিনি আমাদের আশার বাণী শুনাচ্ছেন। এক সাংবাদিক প্রশ্ন করেছেন ২০১২ সালে ৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে। মন্ত্রী বললেন সেটা ২০১৪ সালে অর্জিত হবে বলে নির্বাচনী ইশতিহারে রয়েছে। তিনি কি চিন্তা করেছেন, ২০১৪ সালে তিনি কি বলে জাতিকে বুঝ দিবেন যেখানে ২০১২ সালে প্রবৃদ্ধি ৬.৩%??? বাজেটে নানা ফাপা বুলি থাকে।

অংকের মারপ্যাচে তিল কে তাল করা হয়। মানুষকে আশাবাদী হতে শিখায় মন্ত্রীরা। অতীতের সব সরকারই এই কাজ করেছে। কিন্তু দেশের ৮০% মানুষের বাজেট সম্পর্কে ধারণা নাই। আগ্রহও নাই।

তারা বাজেট দেখে না, মন্ত্রীর আশা বাণীও কানে তুলে না। তারা আমাদের খেটে খাওয়া শ্রমজীবী শ্রেণী। সরকারের ফাপা বুলি শোনার সময় তাদের নাই। গরিব মানুষ বাজেট বুঝে না, প্রবৃদ্ধি বুঝে না, মূল্যস্ফীতি সম্পর্কেও তাদের ধারণা নাই। তারা শুধু বোঝে দ্রব্যমূল্য কতটুকু কমলো, চালের কেজি কত??মাস শেষে কত টাকা সঞ্চয় হল অথবা কত টাকা ঋণ করতে হল।

তারা কুইক রেন্টাল বুঝেনা, কিলোওয়াট-মেগাওয়াটও বুঝবে না। সেচের পাম্প চলল কিনা, দিন শেষে বাতি খানা জ্বলল কিনা, ফ্যান ঘুরল কিনা- তারা কেবল সেটাই বুঝে। প্রত্যেক সরকারই নিজেকে চালাক ভাবে। আর জনগণকে বোকা ভাবে। ভাবে, মানুষকে যেভাবে বুঝানো হোক মানুষ সেভাবেই বুঝবে।

কিন্তু তারা জানে না, দারিদ্রের উপর অর্থনীতি নাই আর দরিদ্রের চেয়ে ভালো অর্থনীতিবিদও নাই। সরকার ভুলে যায়, তাদের গদির রশি খানা গরিবের বুড়ো আঙ্গুলে বাঁধা। জনগণ টান দিলেই তারা গদি সমেত উল্টে পড়বে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.