আমাদের কথা খুঁজে নিন

   

আসুন তামাক বর্জন করি



ধুমপান কো ন কাজেই আসেনা, দেহের ক্ষতি ছাড়া। তবুও সব জেনে শুনে আমার এখনো অহরহ ধূমপান করে থাকি। আমি । আশা করি যারা আমার বন্ধু হবেন, তারা অবশ্যই ধুমপান বর্জন করবেন। কি হবেন না আমার বন্ধু? পাবলিক ট্রান্সপোর্টে তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন জরুরি ধানমন্ডির আহ্ছানিয়া মিশন ভবন অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে বক্তারা পাবলিক ট্রান্সপোর্টে তামাক নিয়ন্ত্রণ আইনের সুষ্ঠু বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

সরকারের একার পক্ষে এ কাজ করা কষ্টকর ও সময়সাপেক্ষ। এজন্য পাবলিক ট্রান্সপোর্টের মালিককে যথাযথ দায়িত্ব গ্রহণ করতে হবে। গতকাল বিকেল ৩টায় ধানম-ির আহছানিয়া মিশন ভবন অডিটোরিয়ামে পাবলিক ট্রান্সপোর্টকে ধূমপানমুক্ত করার লক্ষ্যে তামাক বিরোধী এক সেমিনারে প্রধান অতিথির ভাষণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ কে এম জাফর উল্লাহ খান এ কথা বলেন। তিনি আরো বলেন, ধূমপানে শিশু ও বয়স্করা কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। ধূমপানজনিত কারণে মানুষ বিভিন্ন রোগে মারা যায়।

তামাক নিয়ন্ত্রণ আইন সব সময় সবাইকে ধূমপানে নিরুৎসাহিত করে। অধূমপায়ীদের অধিকার সংরক্ষণ করতেও সাহায্য করে। সে জন্য সবাইকে আইন প্রয়োগকারী প্রতিনিধিদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। বিশ্বস্বাস্থ্য সংস্থার সহযোগিতায় ঢাকা আহছানিয়া মিশন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ডাক্তার এম আর খান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ মোঃ বদিউজ্জামান বাদল ও বিশ্বস্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ড. মোস্তফা জামান।

এতে স্বাগত বক্তব্য রাখেন ক্যান্সার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফজলুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বস্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল অফিসার ডাক্তার ইকবাল কবির। সভাপতির ভাষণে ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম বলেন, আইনে কী কী আছে, কীভাবে আইন ভঙ্গ হচ্ছে, আইন ভঙ্গের ফলে করণীয় কী তা মিডিয়ায় তুলে ধরলে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি হবে। তিনি ধূমপানকারীদের সঙ্গে বন্ধুত্ব না রাখার জন্য তাগিদ দিয়েছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.