আমাদের কথা খুঁজে নিন

   

টেকো ভাইদের আর কোন চিন্তা নাই

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

আমার মাথার চুল পড়ে যাচ্ছে। এক সময় বড় বড় চুল রাখতাম। পিছনে ঝুটি করতাম। সেটা তো সেই কত আগের কথা।

খারাপ লাগে যখন মনে হয় একসময়ে আমার মাথার ও সব চুল পড়ে যাবে। আমার বাবার অবশ্য মাথায় টাক আছে। কিন্তু একটা ব্যাপার আমার মাথায় একটা চুল এখনও পাকেনি। সব কাচাঁ। একদিন আমার এক কলিগ বলছে, বস আপনি চুলে এত কলপ দেন কেন? আমি তো পুরা আশ্চর্য।

তাকে বললাম, না ভাই আমি চুলে কখনই কলপ দেইনি। আমার চুল এখনও পাকেনি। তবে কিছুদিন আগে হঠাৎ লক্ষ্য করলাম, আমার ভ্রু একটা চুল পেকে সাদা হযে গেছে। আহা কি দুঃখ!! তো যাই হোক, আমার অনেক বন্ধু আছেন যাদের মাথার চুল পড়ে গেছে। এদের মধ্যে বেশ কয়েকজন ব্লগ বন্ধুও আছেন।

আবার আরো একজন বন্ধু আছে আমার যার মাথায় একটা চুলও নাই। মানে ছাদে মাল নাই। নট এ সিঙ্গেল চুল এটঅল। মানুষের মাথায় টাক পড়লে তো পিছনে ঘাড়ের দিকে কিছু চুল অন্ততঃ থাকে। সবকিছু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টেকো বন্ধুদের জন্য একটা সুখবর আছে সেটা হলো এখন চুলের ক্লোনিং হচ্ছে।

যার ফলে টেকো লোকের টাক ঢেকে যাবে। যাদের ক্যান্সার, ত্বক পুড়ে যাওয়া অথবা প্রাকৃতিক নিয়মে যাদের চুল পড়ে গেছে তাদের এই পদ্ধতিতে চুল ফিরিয়ে আনা সম্ভব। তবে এতে তাদের একটু কষ্ট করতে হবে। মাথায় ইনজেকশানের সুচের খোঁচা খেতে হবে অনেকগুলো। ম্যানচেষ্টারে ইংল্যান্ডের একটি কোম্পানী এটা গবেষনা করে বের করেছে।

তবে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে এর জন্য।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।