আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় পতাকা



জাতীয় পতাকা আমাদের সন্মান, গর্ব। আমাদের পরিচয়। তাই এটা ম্যাইন্টেইন করতে গেলে কিছু নিয়ম-কানুন জানতে হবে এবং মানতে হবে। যেমন পতাকার সাইজ, রঙ, উঠানো বা নামানোর সময় ইত্যাদি। সরকারি প্রতিষ্ঠান, কিছু বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ প্রভৃতি প্রতিষ্ঠানে নিয়োমিত জাতীয় পতাকা টানানো হয়।

কিন্তু সবাই কি এর ব্যাবহার সঠিকভাবে করছে ? মনে হয় না। এটা দেখার কি কেউ আছে ? তাও মনে হয় না। সেদিন গজারিয়া থানার(মুন্সিগজ্ঞ জেলার) সামনে দিয়ে যাচ্ছিলাম। থানায় উড়ন্ত পতাকার দিকে চোখ গেল। িনজের কাছেই যেন নিজে লজ্জা পেলাম।

পতাকাটার রঙ জ্বলে বিবর্ণ হয়ে, কিযে রঙ ধারন করেছে তা ভাষা দিয়ে বোঝাতে পারবো না। এটা কি করো নজরে পরে না ? একটা নতুন পতাকা এতই দুষ্প্রপ্য । আর পুলিশ যদি নিজেদেরটাই দেখেও না দেখে তবে অন্যগুলোর বেলায় কি হবে ? কত কষ্ট করে পাওয়া এই পতাকর কতইনা অবহেলা করছি আমরা!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.