আমাদের কথা খুঁজে নিন

   

ঘাসের গন্ধময় সকাল



৭৮) ঘাসের গন্ধময় সকাল সবুজ গাছগুলো খুশীতে মাতাল। বাতাসের আলিংগনে পাতাদের আহ্লাদী দোল। ছায়াদের বুকে খেলা করে ভোরের শালিক। আমার পথচলায় চোখ রাখে নীল আকাশ। হেঁটে যাওয়া মানুষের চলে যাওয়ার শব্দ অনেক্ষন বেজে চলে ছন্দের মত।

বাড়ীর সামনে বেড়ে উঠা ঘাসগুলো কাটছিলো কেউ। লন মোয়ার এর উচ্চকিত শব্দে ভাঙছিলো নিঃস্তদ্ধ সকাল। ঘাসের গন্ধ নেবো বলে একটু দাঁড়াই। চকিতেই ফিরে পাই স্মৃতির সকাল। সুর গন্ধ শব্দ এমনি।

পলকেই নিয়ে যায় কোথা থেকে যে কোথায়!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।