আমাদের কথা খুঁজে নিন

   

ঘাসের বুকে ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

ঘাসের বুকে চিৎ হয়ে শুয়ে, বহুদিন পর ঘ্রাণ নিলাম জলজ গন্ধে ভেজা ভূয়ে ! চোখ মেললেই আধখানা চাঁদ বিকোচ্ছে আলোর লহরী উদাসী, উৎফুল্ল মনন ! বাতাসে, বাতাসের ঘ্রাণ হৃদয়ে স্বপ্নের প্রজাপতি পাখা ! চলমান সুরাসুর_ আলতু বাজিয়ে গ্যাছে এলোমেলো রং, ঘাস ফড়িংও ছিলো বললো আঙুলের ডগা ! মহা কলরোলে ছুঁয়ে গেলো ঘাসফুল, দু'একটি উড়ো পাখি ! মনের যাতনায়, পৃথিবীর জলঁছাপ কেন জানি ভুলে যায়, তমসার রাত ! আমিও রাতের শিকারী, চাঁদ আর ঘাসের আঙিনা আমার মজ্জাগত ! আমি জীবনানন্দের ট্যারা চোখে আমার লাল চোখ মিলিয়ে ধান ক্ষেতে দেখে এসেছি ইদুরের ছুটোছুটি, স্বপ্নীল সৌরভের হাতছানি উপেক্ষা করে একদিন ডুকে গিয়েছিলাম, প্রগাঢ় প্রশান্তিতে_ মায়ের কুল ছাপানো চোখের জলে ভর করে ভাঁসিয়ে নিয়ে গেলো জল ছোঁয়া নদ ! পদে পদে পদচিণ্হের সয়লাব_ সেই থেকেই মূলত : আমার পথচলা শুরু, খানা খন্দে পূর্ণ পৃথিবীর অলিতে গলিতে, রেখে যাচ্ছি পলে পলে পালকের ছায়া_ মায়া আর কায়ার কলরবে, আমার চৈতন্যে আমিই ছিলাম, নির্মল ভয়ে ... মনে পড়লো আজ সব, এই ঘাসের বুকে শুয়ে ! লিখন জুলাই-২৩.২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।