আমাদের কথা খুঁজে নিন

   

গণতন্ত্রে জোর করে কাউকে নেতৃত্ব থেকে সরানোর অবকাশ নেই: আবেদ



বিশ্বের বৃহত্তম এনজিও ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডঃ ফজলে হাসান আবেদ নিউইয়র্কে বলেছেন, যারা নির্বাচনের মাধ্যমে কখনই জয়ী হয়ে মন্ত্রী হতে পারবেন না, তারাই জাতীয় সরকারের কথা বেশি করে বলছেন। জাতীয় সরকারের চিন্ত-ভাবনার কোন প্রয়োজন আছে বলেও তিনি মনে করেন না। ২৬ মে বার্তা সংস্থা এনার কাছে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন অভিমত ব্যক্ত করেন। ড. আবেদ বলেন, রোডম্যাপ অনুযায়ী অনুষ্ঠিত নির্বাচনে ভালো একটি সরকার গঠিত হবে বলে আরো অনেকের মত আমিও আশা করছি। তিনি বলেন, দুর্নীতি বিরোধী অভিযানের বিকল্প নেই।

তবে সত্যিকার অর্থে যারা দুর্নীতি করেননি বা নিদোর্ষ কেই যাতে অযথা হয়রানি না হন সেদিকেও সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে। নইলে গোটা অভিযান নিয়েই জনমনে প্রশ্নের উদ্রেক ঘটবে। তিনি বলেন, দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন শেখ হাসিনা ও বেগম জিয়াসহ অনেকে। তারা যদি দোষী সাব্যস্ত হন তাহলে নির্বাচনে তারা অযোগ্য হবেন। তবে তারা দলীয় পদে অধিষ্ঠিত থাকতে পারবেন যদি নেতা-কর্মীদের সমর্থন অব্যাহত থাকে।

গণতন্ত্রে এটাই নিয়ম। জোর করে কাউকে দল বা নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার অবকাশ নেই সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থায়। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠিত হলে অন্যায়ভাবে কাউকেই জেল দেয়া সম্ভব হবে না। একইভাবে দুর্নীতির জন্যে দায়ীরাও রেহাই পাবেন না। তিনি বলেন, আমার ব্র্যাকে এক লাখ ১০ হাজার কর্মচারির জন্যে ২০২ জন অডিটর রয়েছেন।

তারা নিয়মিতভাবে সকল প্রকল্পের অডিট করেন। যারা অন্যায়-অপকর্মে দায়ী হন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। অন্যায় করে কেউ যদি রেহাই না পায় তাহলে অন্যায় হ্রাস পাবেই। জনাব আবেদ বলেন, দ্রব্যমূল্য লাগামহীন ভাবে বৃদ্ধি পাওয়ার কারণে কেয়ারটেকার সরকার কিছুটা বিব্রতবোধ করেছেন। জনসাধারণও বিক্ষুদ্ধ হয়েছিলেন।

তবে বোরোর বাম্পার ফলন হওয়ায় পরিস্থিতি অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে সরকার-এটা আমার ধারণা। জনাব আবেদ বলেন, সারাবিশ্বেই খাদ্য-শষ্যের মূল্য বেড়েছে-এটা যেমন সত্য, ঠিক তেমনিভাবে বাংলাদেশে খাদ্যমূল্য সহনীয় মাত্রায় রাখতে কেয়ারটেকার সরকার ব্যর্থ হয়েছে এটাও স্মরণ রাখতে হবে। জনাব আবেদ আরো বলেন, বর্তমান সরকারের ব্যাপারে এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে না। দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যার সমাধান রাতারাতি করা সম্ভব হয় না। এজন্যে সময়ের দরকার এবং যোগ্য জনপ্রতিনিধিরা যদি নির্বাচনে জয়ী হয়ে আসতে পারে তবেই বর্তমানের গৃহিত বিভিন্ন কার্যক্রমের প্রাতিষ্ঠানিকতা আসবে।

তিনি বলেন, আমি প্রচন্ডভাবে আশাবাদী যে ডিসেম্বরের নির্বাচনে ভালো একটি সরকার গঠিত হবে-যারা বাংলাদেশের বিপুল সম্ভাবনাগুলোকে বাস্তবায়িত করবে। ২৬ মে সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগের প্রাক্কালে ফজলে হাসান আবেদ বার্তা সংস্থা এনাকে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে উপরোক্ত মতামত ব্যক্ত করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.