আমাদের কথা খুঁজে নিন

   

মিডিয়ায় হামলাকারীরা গণতন্ত্রে বিশ্বাস করে না

বাংলাদেশের টিভি স্টেশন, পত্রিকা অফিস, বিচারপতি এবং মন্ত্রীদের বাসায় বোমা হামলাকারীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে আমেরিকায় বাংলাদেশীদের একাধিক সংগঠণ। ২৬ অক্টোবার বার্তা সংস্থা এনাকে দেওয়া এক বিবৃতিতে তারা বলেন, যারা মিডিয়ায় হামলা করে তারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না। এদের উপযুক্ত শাস্তি না দিলে সন্ত্রাসী কর্মকান্ড নিয়ন্ত্রণ করা বাংলাদেশের পুলিশের পক্ষে কঠিন হয়ে পড়বে।

আমেরিকাস্থ 'ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমোক্রেকিটক বাংলাদেশ'র প্রেসিডেণ্ট ড. নূরন্নবী, সেক্রেটারী জাকারিয়া চৌধুরী, নিউইয়র্ক মহানগর আ'লীগের সভাপতি নূরনবী কমান্ডার, ভারপ্রাপ্ত সেক্রেটারী শিবলী সাদিক শিবলু, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সেক্রেটারী শাহীন ইবনে দিলওয়ার, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ এবং সেক্রেটারী ফরিদ আলম ওই বিবৃতিতে বলেছেন, মন্ত্রী-এমপি এবং মিডিয়ায় বোমাবাজির সাথে জামাত-শিবির জড়িত। ওদেরকে সমুচিত শিক্ষা দিয়ে ভবিষ্যতে এহেন অপকর্ম রোধ করা সহজ হবে। গণতন্ত্রের ভাষা কখনোই বোমাবাজি হতে পারে না। মিডিয়াকে যারা টার্গেট করে তারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না।  মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত সোহরাওয়ার্দি উদ্যানে একাত্তরের ঘাতকদের মুক্তি দাবিতে যারা ব্যানার-ফেস্টুন-বেলুন উড়িয়েছে তাদের পক্ষেই মিডিয়ার গলাটিপে ধরার মত জঘন্য অপকর্মে লপ্তি হওয়া সম্ভব।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.