আমাদের কথা খুঁজে নিন

   

ফাটল (সাভার ট্র্যাজেডি’র উপর)

অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে ফাটল (সাভার ট্র্যাজেডি’র উপর) অডিও লিংক Click This Link বড় বড় বাড়ি বড় বড় গাড়ি বড় বড় ফাটল ছোট ছোট সুখ ছোট ছোট সাধ ছোট ছোট মানুষ লোভী লোভী চোখ লাভের ইমারত উঠে উঠে যায় ক্লান্তির ঘর ক্ষণিকের রাত শেষ হয়ে যায় দেয়াল দেখেছ দেখনি মালিক নিজের কোথাও ধরেছে ফাটল ভাঙছ তুমি প্রতিদিন তাই ভুলেছ মালিক দিন দুনিয়ার মালিক খোদা দিয়ে দিলে তাই এত মানুষের মরণ সাজা রোদ কাদা জলে পেটে ভাতে রোজে একা পরবাস দেয়ালে তো নয় ফেলে আসা ঘরে ধরল ফাটল বড় বড় নেতা বড় বড় দল দলেও ফাটল ফাটল গলেই বেরিয়ে যাবেই নেতারা শেষে ধন্য সাভার ধন্য আমার সোনার বাংলা হাটে ঘাটে মাঠে ছোট মানুষের মহাসমাবেশ ছোট মানুষের বড় কলরব উঠেছে আবার ফাটলগুলো বন্ধ হবে নিশ্চয়ই এবার

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।