আমাদের কথা খুঁজে নিন

   

কেউ আঁধারে – কেউ আলোতে

আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে

কোন এক রাত্রিরে আবিষ্কার করেছিলাম নিজেকে এক বিষাদময় জঞ্জাল শহরে; কোথাও কেউ নেই, ছিলোনা সঙ্গি-সাথি মোর পেয়েছিলাম শেষ সম্বল ছায়াটি মোর জন্ডিস রঙ্গা নিয়ন আলোর রাত্রিরে। একটু এগিয়ে গিয়ে দাঁড়ালাম লাইটপোষ্টির গা ঘেষে; আলোকে সাথি করে জীবনের সাথে হোক কিছু কথোপকথন। কেননা নিঃসঙ্গতা আমাকে ক্রমে গ্রাস করে নিচ্ছিলো। চকিতে! নিস্তব্ধতা ভাংলো-সস্তা কাঁচের রিনিঝিনি নিক্কনে; আসলো কাছে বলল হেসে, কত হলে নিবে কিনে- নিঃসঙ্গতা দেব তাড়িয়ে, দেব মধু করবেকি পান? বুঝলাম আমি অবশেষে পরেছি ধরা বারবনিতার হাতে; তারও ক্ষুধা-নিঃসঙ্গতা-দারিদ্রতা আমারি মত শেষ সম্বল ছায়া ও মায়া হারিয়েছে সে কোন কালে। ছুঁয়ে দেখিনি সেই ছিপছিপে কিশোরীকে পান করিনি তার মধু। চলে গেলাম সেথা হতে- তলিয়ে গেলাম অন্ধকারের পেটে। বললাম মনে মনে, আমারি মত সাথির খোঁজে আকরে ধরা অবলম্বন এর খোঁজে এই শহরে কেউ আঁধারে – কেউ আলোতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।