আমাদের কথা খুঁজে নিন

   

শেখা



শেখা ভাবছি শিখে নেবো অনেক কিছুই........ যেমনটা বাইক তেমনটা হর্সড্রাইভ -লংড্রাইভের কথা তো শুনেছো নিশ্চয় হেঁেট গেলে এক র্ফালং পার অতঃপর গহীন অরণ্যের মাঝে এক চিলতে রোদ ম্যানগ্রোভ ; ...অনেকটা শেখা হয়নি ঘাসের আড়ালে মৃত্তিকার রং টসটসে কমলায় ডুবে থাকা সীমাহীন অনিদ্রা সুপ্রভাত ! সুইং করিডোর দিয়ে ঢুকে গেলাম অভয়াশ্রমে কিঞ্চিত নামতার খাতায় রঙ্গিন মলাট রেখে অথচ অনেক কিছুই শেখা হয়নি এযাবৎ- জাভেদ আকতার (১৬-১১-০৭ইং)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।