আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতির দিনলিপিতে সিদ্ধান্তের অপেক্ষা



বাংলাদেশের রাজনীতিতে ১৮ মে ২০০৮রোববার, একটা স্মরনীয় দিন। একাত্তরের আলবদর কমান্ডার মতিউর রহমান নিজামী কে গ্রেফতার করলো পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতির। তাকে ৭১ পরবর্তী সময়েই নরহত্যা, যুদ্ধাপরাধ, দেশাদ্রোহীতা এবং বুদ্ধিজীবি হ্ত্যায় মদদ দানের জন্য গ্রেফতার করে বিচারের কাটগড়ায় দাঁড় করানো উচিৎ ছিল। তা করা হয় নি।

ক্ষমতাসীন রা, তা না করে বরং রাজাকার চক্রের নানা সমর্থন নিয়েছে বিভিন্ন সময়ে। ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে দুই প্রাক্তন প্রধানমন্ত্রী গ্রেফতার হবার পর শীর্ষ দুর্নীতিবাজ মন্ত্রীদের বিরেদ্ধে জোর দাবী উঠে। এর মাঝে মান্নান ভূইুয়া, সাইফুর রহমান, মতিউর নিজামী, আলী আহসান মুজাহিদের নাম ছিল। মান্নান ভুই্য়া সংস্কারপন্থী সেজে গা বাঁচাবার শেষ চেষ্টা করেন। সাইফুর রহমান ও ছিলেন ভুইয়ার সাথে।

কিন্তু হিসেব পাল্টে যায়। বার বার দাবী উঠে রাজাকার ও দুর্নীতিবাজ প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতার করা হোক। একটি বিশ্বস্থ সূত্রের মতে, সাইফুর একটা পালানো সমঝোতা করেই সিংগাপুর উড়াল দেন চিকিৎসার নামে। তিনি আর দেশে ফিরছেন না। (যদি দৈবাত কোনো পট পরিবর্তন না হয়)।

খবর বেরিয়েছে থাকার জন্য লন্ডন ই তার শেষ ঠিকানা হতে যাচ্ছে। http://www.shamokal.com/details.php?nid=94606 এদিকে রাজাকার সমর্থকরা এখন নানা আবোল তাবোল বলতে শুরু করেছে। আসলে হাসিনা -খালেদার পর জামাতি রাজাকার নেতাদের নিষ্ক্রিয় করা টা ছিল বর্তমান সরকারের রুটিন ওয়ার্ক। কারণ , হাতি ঘোড়া গেল তল/ মশা বলে কত জল - এমন নীতি তো চলতে পারে না। হাসিনা - খালেদা ভোটে দাঁড়াতে না পারলে , রাজাকর নিজামী - মুজাহিদের রাজনীনীর ও অবসান হওয়া উচিৎ ।

বর্তমান প্রেক্ষাপটে , ১। জামাতিরা আবার আ লীগ, বিএনপির সাথে ঐক্য খুঁজে সামনে আসার চেষ্টা করতে পারে। না হলে , নিজেরাই একা আন্দোলন করবে। ২। জংগীবাদী গোষ্টী গুলোকে , আগের মতো মদদ দিয়ে দেশকে অস্থিতীশীল করে তুলতে পারে।

সরকার আরো কঠোর না হলে অবস্থা তাদের জন্য প্রতিকূল হয়ে যেতে পারে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.