আমাদের কথা খুঁজে নিন

   

সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ!

বাংলাদেশে সঠিক ইতিহাস সংরক্ষণের এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে আমাদের গৌরবময় ইতিহাস জানানোর প্রত্যয়ে... www.bangladesh1971.org
এই আত্মস্বীকৃত ভদ্রলোক এবং দেশপ্রেমিক গো: আ: -এর উত্তরসুরীকে অবশেষে গ্রেপ্তার করলো পুলিশ। রাত এগারোটায় তার মগবাজারস্থ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় জামাত শিবিরের কয়েক'শ নেতা-কর্মী রাস্তায় দাড়িয়ে শ্লোগান দেয়। এই হারামির বাচ্চাগুলো ৭১ এ কাজ করেছে পাকিস্তানীদের দোসর হয়ে। যারা সেই শুরু থেকেই ছিল সুযোগ সন্ধানী।

সুযোগের খোঁজে তারা সময়ের সাথে বদলেছে নিজেদের রং। এক এক সময় এক এক দলের সাথে ভিড়ে তারা সবসময় চেষ্টায় ছিল ক্ষমতায় যাবার। অবশেষে ২০০১ সালের সাধারন নির্বাচনে বি. এন. পি এর সাথে জোট বেঁধে তারা ক্ষমতায় আসে। আমরা সাধারন মানুষ দেখলাম ৭১ এর ঘাতক দালালগুলো আমাদের রক্ত দিয়ে কেনা পতাকা তাদের গাড়ির সামনে লাগিয়ে ঘুরে বেরাতো। রাস্তাঘাটে পেত সর্বোচ্চ সম্মান।

৭১এ নিজের প্রাণ বাজি রেখে যুদ্ধ করা মুক্তিযুদ্ধারা রাস্তায় ফেরি করে বেরিয়েছে, রিকশা চালিয়ে নিজেদের সংসার চালিয়েছে আর এই সব স্বাধীনতার বিপক্ষের শক্তি তাদের জন্য আইন বানিয়েছে সংসদে বসে। আজ এই ৭১ এর খুনিদের বাঁচাতে কিছু মূর্খ রাস্তায় দাড়িয়ে শ্লোগান দেয় তাদের মুক্তির জন্য। সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ! ছবি: বিডিনিউজ২৪.কম
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।