আমাদের কথা খুঁজে নিন

   

পালাবো এখান থেকে কিছুদিনের জন্য!

আমি অতি সাধারন। বেচে থাকার মত মহৎ কাজটি করে যাচ্ছি। এক প্রাইভেট ভার্সিটির বিবিএ শেষ করলাম। এরপর কি করবো জানি না!কমেন্ট করতে ভাল লাগে।

কদিন থেকে মনটা খুব খারাপ।

সারাদিন ঘরেই থাকি। বন্ধুরা আড্ডায় ডাকে কিন্তু ভালো লাগেনা আর। সারাদিন ঘরে থাকি। ঘরে না ভালো লাগলে ছাদে চলে যাই। ছাদে ভালো না লাগলে আলামীনের চা দোকান।

এই আমার পরিধি। বাসায় থাকলে সারাদিন হয় টিভি না হয় ব্লগে থাকি। আর মাঝে কারেন্ট না থাকলে এমপিথ্রি প্লেয়ারে পছন্দের গান শুনি। এই ভাবে কেটে যাচ্ছে আমার সময়। অথচ আগে ছুটির দিনগুলো কি দুর্দান্ত কাটতো।

সময় কি ভাবে চলে যাচ্ছে টেরই পেতাম না। আর এখন সারাদিন কাটে বিষন্ন । ভালো থাকার চেষ্টা করলেও খারাপ লাগে। তাই ভাবতেছি পালাবো কিছুদিনের জন্য। কিন্তু যাবো কই?তাই ভাবলাম জামালপুর গ্রামের বাড়ী থেকে ঘুরে আসা যায়।

তাই সামনের কিছুদিনের জন্য বাড়ী যাবার কারনে ব্লগে থাকবো না। যে গ্রাম আমার ভাললাগেনা। এখন সেখানেই আমার পালাতে হবে। সত্যিই খারাপ কাটে আমার এই দিনগুলা। এগুলা ফাও পেচাল কেনো ব্লগে লেখলাম তাই ভাবতেছি।

কিন্তু লিখলাম যখন তখন পোষ্ট করা উচিৎ। এমনিতেই আমি পোষ্ট কম দেই তাই দিয়ে ফেললাম ব্লগে। যাবার আগে একটা গান দিয়া যাই। Click This Link এই গানটা আমার খুব প্রিয়। আমার মতো অনেক চিটাগাং এর অনেক ছেলের খুব পছন্দের গান এটা।

গানটা কোন ব্যান্ডের তা ঠিক মনে নাই। এই পোষ্ট আমি আমার পাচজন ভালোবাসার মানুষকে উৎসর্গ করলাম। রাশু,বিমা,নাদান,নাইম,রন্টী। এই পাচজনের অনেক ভালোবাসা পাইছি আমি এই ব্লগ থেকে। তাদেরকে অনেক ভালোবাসা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।