আমাদের কথা খুঁজে নিন

   

টুকরা টুকরা স্মৃতিকথা - সদরঘাট



মেট্রিক পরীক্ষা শেষে সব থেকে মজার ঘটনা মনে হয় স্কুলের এক বন্ধুর বিয়ার রাত। বিয়া ছিল রাতে। আর কে বা কার মাথা থেইকা সারারাত বাইরে থাকার প্ল্যান আসছিল মনে নাই। যেই ভাবা সেই কাজ, তবে সবথেকে জরুরী সবার বাসায় ম্যানেজ করা, যেইটা কিনা অবশ্য কর্তব্য ঢাকাইয়া (ঢাকায় বাসায় থাইকা বড় হওয়া) পোলাপানের জন্য। সেইটা ফোনে ফোনে করা হইল, আজকে অমুক এর বাসায় থাকব এই সব বুঝ দিয়া।

মজার চরম পর্ব ছিল সদরঘাট বা নাজিমউদ্দিন রোড থেইকা আজিমপুরে আসার সময়। শহীদ মিনার এর কোয়ার্টার এর পাশ দিয়া আসার সময় কোরাস গান গাওয়া হইল মনু কাইট্টা দিমু ুনু। স্কুলের গেম টিচারের ডাক ছিল মনু। এখনও ঐদিক দিয়া গেলে মনে পরে আর হাসি সেই রাতের কথা মনে কইরা। খুব সম্ভব আজিমপুর থেইক্কা হাটতে হাটতেই শাহবাগ আসলাম সবাই।

তারপর একটা ভ্যান গাড়ি ভাড়া/ম্যানেজ করা হইছিল। সেইটাতে চইরাই ঢাকা শহরে প্রথম সারা রাত বাইরে থাকার/ঘুরার অভিজ্ঞতা অনন্ত আমার। বাকীদের কথা জানি না। কই কই ঘুরছি এখন মনে নাই, তবে ফাইলান ডেস্টিনেশন ছিল সদরঘাট। ঐখানে এক লঞ্চের ডেকেই মনে হয় অনেক রাত পর্যন্ত ছিলাম।

আড্ডাবাজি আর গান চলছিল। তবে যেইটা মনে হইলে এখনও বুকে কেমন জানি করে সেইটা হইল বেশী রাতের দিকে নদীর ঐপার থেইক্কা মাইকে শোনা গানের আওয়াজ। কি গান জানি না তবে মারফতি টাইপ কিছু হইব মনে হয়। অনেক রাত, আমরা লঞ্চের ডেকে, সামনে বুরিগঙ্গা, আর ঐপারের গানের আওয়াজ.......অদ্ভুদ এক ভাল লাগা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.