আমাদের কথা খুঁজে নিন

   

একজন অকৃতজ্ঞ সাংবাদিক ও তার মিথ্যাচার

জেনুইন গোপাল - নো ভেজাল

বন্ধ হইয়া যাওয়া দৈনিক পত্রিকা আজকের কাগজ-এর সাহিত্য পুরস্কার বেশ আলোচনায় আসছিল। অনেক ভালো লেখক মনোনীত হইয়াও পুরস্কার পান নাই। কারণ তারা আজকের কাগজের সাংবাদিক ছিলেন। নিয়ম ছিল আজকের কাগজে কর্মরত কেউ এই পুরস্কার পাইবো না। কিন্তু একজনের বেলায় এই নিয়ম পাল্টায় গেল।

সব জায়গায় যেমন হেয় ফিট করে, এইখানেও তাই করলো। এই নিয়া আখতারের চায়ের দোকানে কম কথা হয় নাই । নিয়মভঙ্গকারী লোকটা কেডা জানেন? আমাগো মাহবুব মোর্শেদ!!!! মাহবুব মোর্শেদের লগে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই। আমার খারাপ লাগে হের অকৃতজ্ঞতা দেইখা। যেই পত্রিকা হেরে পরিচিতি আইনা দিছে তার বিরুদ্ধে লিখা যাইতাছে।

এইডা বন্ধ হওয়া দরকার। হেয় এতো কাপুরুষ যখন কাজ করছে তখন এক লাইনও লেখে নাই। এখন হাতি গাতায় পড়ছে তাই চামচিকারাও লাত্থি মারতাছে। কোনদিন কাজী শাহেদ আহমেদ, আবেদ খান, মতিউর রহমানের বিরুদ্ধে পার্ট ওয়ান টু লেখা শুরু করে হেই চিন্তায় আছি। হেয় যদি না থামে তো আমিও থামমু না।

তবে হের মতো কাম ছাড়া লোক আমি না যে সব সময় আসল কাজ বাদ দিয়া বস্তা বস্তা আবর্জনা ব্লগে ছাড়মু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.