আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীনফোন ব্যবহারকারীরা ডাউনলোড করুন সম্পুর্ণ বিনামূল্যে (পিসি এবং মোবাইল)।

নিজের সম্পর্কে লেখার কিছুই নেই। আমি বাংলাদেশের একজন -নাগরিক, চেষ্টা করছি সুনাগরিক হওয়ার জন্য। আমার ফেইসবুক একাউন্ট: http://facebook.com/kobisaheb এবং আমার ওয়েবসাইট http://mr9.in আপনি যদি গ্রামীনফোন ব্যবহারকারি হন তাহলে আপনি নিম্নলিখিত উপায়ে মোবাইল ও পিসিতে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। তবে ভালো স্পীড পাওয়ার জন্য p10 অথবা p11 প্যাকেজে সাবস্ক্রাইব করে নিবেন। মোবাইল ব্যবহারকারীদের জন্য: আপনার ফোনে অপেরা মোবাইল থাকতে হবে, অপেরা মিনি নয় অপেরা মোবাইল।

এরপর অপেরা মোবাইলের এড্রেসবারে গিয়ে লিখুন: opera:config এরপর Go. এখন দেখতে পারবেন কিছু অপশন দেখাচ্ছে। ওখান থেকে proxy নির্বাচন করুন। এরপর ByteMobile Prediction থেকে টিক চিহ্ন তুলে দিন। HTTP Server এ লিখুন: 173.208.204.117:80 Use ByteMobile Optimizing Proxy থেকে টিক চিহ্ন তুলে দিন। Use HTTP অপশনে টিক চিহ্ন দিন।

Use Proxy On Local Names Check থেকে টিক চিহ্ন তুলে দিন। এরপর করে বের হয়ে আসুন। এখন এড্রেসবারে লিখুন http://internet.grameenphone.com/~mr9 আর EnJoY করুন। পিসি এর জন্য মজিলা ফায়ারফক্স ওপেন করে Options > Advanced > Networks > Settings > Click Manual Proxy Settings এরপর HTTP Proxy Server এ লিখুন: 173.208.204.117:80 এখন সেটিংসটি save অথবা apply করুন। এখন এড্রেসবারে লিখুন http://internet.grameenphone.com/~mr9 আর EnJoY করুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.