দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে
কিছুক্ষণ আগে দাদা ফোন করেছিলেন। পঁচাশি বছরের বৃদ্ধ, কিন্তু এখনও খুব সুন্দর করে গোটা গোটা করে কথা বলেন। সার্বিক খোঁজ খবর নেয়ার পরে দাদা জিজ্ঞাসা করলেন
-- আচ্ছা, নামাযে তো প্রতি ওয়াক্তে বল , (সুরা ফাতিহায়) আমাকে সরল সোজা পথ (সিরাতুল মোস্তাকিম) দেখাও। এই সিরাতুল মোস্তাকিম কোনটা বলতে পার?
-- জ্বি দাদা! (আমি কিছুটা অপ্রস্তুত)
-- কুরআনের কোথায় বলা আছে সিরাতুল মোস্তাকিমের কথা?
-- দাদা পুরা কুরআন শরিফেই তো সেই পথ সম্পর্কে বলা আছে। (একটু চাপা মারার মত হয়ে গেল.... দাদার ভাল লাগল বলে মনে হলো না)
-- কুরআনে বেশ কয়েক জায়গায় আমি এই সিরাতুল মোস্তাকিমের কথা পেয়েছি।
-- কোথায় কোথায় দাদা?
-- সুরা ইমরান, মায়েদা, যুখরুফ (আরও কয়েকটার নাম বললেন মনে করতে পারছি না। ফোনে আয়াতটি পড়েও শোনালেন) ভাল করে পড়ে দেখবে। আচ্ছা, কুরআন শরীফ নিয়মিত পড়ো তো!
-- জ্বি দাদা, চেষ্টা করি। প্রতিদিন হয় না, তবে চেষ্টা করি।
-- কুরআন পড়লে বুঝতে পার তো? ও তুমি তো ব্যকরণ জানো না।
ব্যকরণ জানলে কুরআন পড়ে খুব মজা লাগে......
-- জ্বী দাদা, ইচ্ছা আছে ব্যকরণটা জানার।
-- সিরাতুল মোস্তাকিমের পথ হচ্ছে, আল্লাহর দাসত্ব করা। অর্থাৎ, সব ব্যাপারে আল্লাহর আইন মেনে চলা (আল্লাহকে ইলাহ হিসাবে মানা)। কোন আপোষ না করা। তুমি যদি তাঁর দাসত্ব ব্যতিরেকে অন্যের পথ -মত অনুযায়ী চলো তবে তোমার নামাজ রোযা কোন কাজে আসবে না।
দাদার সাথে কথোপকথোন শেষ হওয়ার সাথে সাথেই কুরআনে খুঁজলাম। ইমরান খুঁজে দাদার পঠিত আয়াতটি পেলাম। আল ইমরানের ৫১ নম্বর আয়াত....
" আল্লাহ আমারও রব, তোমাদেরও রব, অতএব তোমরা তাঁরই বন্দেগী কবুল করো। এটাই সিরাতুল মোস্তাকিম। "
সুরা যুখরুফের ৪৩ নং আয়াতে সিরাতুল মুস্তাকিম নিয়ে বলা হয়েছে.....
" অবস্থা যাই হোক, তুমি এই কিতাবকে শক্ত করে ধরে থাক যা ওহীর মাধ্যমে তোমার কাছে পাঠানো হয়েছে।
তুমি নিঃসন্দেহে সিরাতুল মোস্তাকিমের পথিক হয়ে আছো। "
আরও বিস্তারিত জানার আগ্রহ আছে। আপনারাও আমার সাথে আপনাদের জানা ব্যাপারগুলো শেয়ার করতে পারেন। ইচ্ছা আছে, আরেকটু গভীরে ব্যাপারটি জানার।
আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন।
। আমীন। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।