আমাদের কথা খুঁজে নিন

   

~প্রেম করতে কেমন লাগে?~

আমার এই পথ চাওয়াতেই আনন্দ
একবার এক ব্লগারের সাথে প্রেম নিয়ে আলোচনায় বসার কথা হচ্ছিল। আমার যেহেতু পাচ বছরের প্রেমের অভিজ্ঞতা আছে, তাই সে প্রেম বিষয়ে আলোচনা করতে চাচ্ছিল। কথা ছিল, আলোচনায় আমি চা আর সে কফি নিয়ে বসবে। জাগতিক ব্যস্ততায় সে বৈঠক আর হয়ে উঠল না। তারও খবর নাই।

ব্লগ নাকি তার আর ভালো লাগে না। যাইহোক, আজ তাকে ছাড়াই প্রেম নিয়ে লিখব। আমার প্রেমিকাকে জিজ্ঞাসা করেছিলাম, "আচ্ছা, প্রেম করতে কেমন লাগে?"। সে কখনই উত্তর দিতে পারে নি। আমি নিজেই একটু চেষ্টা করে দেখি প্রেম আসলেই কেমন? প্রথম কথা হচ্ছে, প্রশ্নটাই ভুল।

প্রেম কি কেউ করে? আসলে সবাই যে প্রেমে পড়ে। কিভাবে যেন হারিয়ে যায় প্রেমের বাগানে। নিষ্টুর, নিরস বাস্তবতাকে পেছনে ফেলে প্রেম নিয়ে যায় মনের বাড়ি। সেখানে থাকে তুষারের শুভ্রতা, বৃষ্টির রিমঝিম সুর, সাগরের বিশাল নীল, বনের নিরবতা, না জানি আরো কত কি?প্রেম দেয় সাহস। এর প্রকাশ ঘটে ভাললাগা মেয়েটির চোখে চোখ রাখা থেকে।

তার দৃষ্টিতে দৃষ্টি দিয়ে স্থবির হবার শক্তি আসে প্রেম হতে। প্রেম দেয় সেই মেয়েটির দৃষ্টিকে নিস্পাপ হাসিতে স্বাগত জানাবার প্রেরণা। প্রেম আরো জাগায় অস্থিরতা। মেয়েটির কাছে যাবার, তাকে একটি মাত্র ছুঁয়ে অনুভব করবার। প্রেম এনে দেয় আলৌকিক ক্ষমতা।

তাকে ছুঁয়ে আসা বাতাস, তার ছোঁয়া ভুল অথবা তার আদর পাওয়া যে কোন কিছু হতে তাকে পাবার অনুভবের। প্রেম যেন এক বাঁধ ভাঙ্গা নদী। প্রথমেই ভাসিয়ে নেয় নিসঙ্গতা, তারপর দুঃখ বেদনা। বাসে ঝোলার বদৌলতে যারা ভাললাগা মেয়েটির চুলের ঘ্রান নেবার স্বাদ পেয়েছেন তারা জানেন সেই স্নিগ্ধতার সামনে গোলাপের ঐশ্বর্যও ম্লান। প্রেমের যেটা সব থেকে মূল্যবান উপহার, সেটা হল "স্মৃতি"।

মধুর প্রেমের স্মৃতির চাইতে মধুর আর কিই বা হতে পারে!! মেয়েটির সাথে কাটানো সন্ধ্যা, শাড়িতে মোড়ানো তার দেহ, কানের কাছে পাগলামী হাসি মেশানো সেই কথামালা, চোখের ভাষা লুকোবার তার বৃথা চেষ্টা অথবা অকারনে তার হাতে আঙ্গুলে শাড়ির আঁচল পেচানো। মাঝে মাঝে মনে হয় জীবনের সব সম্পর্ক গুলোকেই প্রেম জীবন্ত করে তোলে। জীবনে আনে রস, আনে বৈচিত্র। শেষ কথা হল, "প্রেম আনে প্রাণ, রাখে বাচিঁয়ে, জীবনকে দেয় অর্থ। তাইতো আমরা প্রেমে পড়তে চাই।

"
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.