আমাদের কথা খুঁজে নিন

   

কৈশোর স্মৃতিকথা

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

জানালার শার্সিতে আলোছায়া খেলা দু'চোখের কার্নিশে কতো স্মৃতিমেলা মনে পড়ে কোনো এক গোধূলিছায়ায় মিলেছিলো দু'জনার কিশোরবেলা।। স্কুলফাঁকি জীবনের ঘোরলাগা দিন দু'জনার চোখে ছিলো স্বপ্ন রঙিন ভাগ করে খাওয়া সেই টিফিনের স্বাদ পার্কের বেঞ্চিতে কেটেছে বেলা।। মনে পড়ে যায় আজ ফেলে আসা ক্ষণ অন্তরে বাজে কতো মধুগুঞ্জন পাই যদি সহসা আবার দেখা জমবে কি তেমনি প্রাণের মেলা!। ১৭.০৪.২০০৮ ** গানটি সুর করতে পূর্বানুমতি প্রয়োজন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।