আমাদের কথা খুঁজে নিন

   

একটা বোরিং গল্প বলি

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

একটা গল্প বলি, ইহা $ এবং হিমুর গল্প। একদা $ এক পথ ধরে হাটি হাটি পা পা করে হাটিতেছে.... তাহার কলিজার টুকরা দোস্ত হিমুর সহিত সাক্ষাত হইল। হিমু খুবই বিচলিত ও উত্তেজিত। সে $ কে দেখিবামাত্র বলিল, $ধর! ধর! ঐ ব্যাটাকে ধর! (মূলত তাহার টাকার থলি এক দুষ্কৃতকারী ছিনাইয়া লহিয়াছে, তাই সে উহাকে ধরিতে বলিতেছে) কিন্তু $ ছিল স্বার্থপর এবং অত্যন্ত ছোটলোকটাইপ। সে বলল, দ্যাখ আমি দৌড়াতে পারবো না।

কালকে আমি অতিরিক্ত দশ কদম হেটে ক্লান্ত, আমার পক্ষে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় এক কদমও হাটা সম্ভব না। তাছাড়া .... এখানে আমাকে দৌড়াতে হবে.... তুই কি জানিস এক দৌড়ে কত শক্তি খরচ হয়!!! প্লিজ এভাবে আর বিরক্ত করিস না আমি বিব্রতবোধকরি। কিন্তু কে কর্নপাত করে কাহার কথা। তাহাকে তবুও জোরাজুরি করিতে লাগিল। $ তৎক্ষণে গবিল, সোজা কথায় কর্ম হইবে না, তখন সে তাহার চাতুর্যতা প্রদর্শন করিল।

$: ওগো বন্ধু, আমি ভাগিবো উহার পিছে অবশ্যই ভাগিবো, তুমি আমার কলিজার টুকরা বন্ধু আমি তোমার জন্য দৌড়াইবো না তো কাহার জন্য ভাগিবো? বন্ধু তোমার জন্য আমি উহার পিছনে অনন্তকাল দৌড়াইবো, কিন্তু....... হিমু: বন্ধু আর কিন্তু নয় তুমি ভাগিয়া ধরো উহাকে। ও তো অনেক দূরে চলিয়া যাইতেছে...... $: আচ্ছা বন্ধু উহাকে তোমার কি দরকার, উহা কি করিয়াছে? হিমু: পার্স চুরি করিয়াছে। $: উহাতে অর্থাৎ ওই পার্সে কি এমন ছিল বন্ধু? আমাকে বলো আমি তারপর দৌড়াবো...... হিমু: কি ছিল মানে??!!! তুমি এ প্রশ্ন করার আগে একবারও ভাবলে না কি থাকতে পারে!!! $: তারপরও একটু ক্লিয়ার করো বন্ধু..... হিমু: ওই মানিব্যাগে আমার ছিল আমার জান। $: জান!! মানে!!! তুমি আমাকে কিভাবে পারলে এতক্ষণ একথাটা লুকিয়ে রাখতে......এই কি তোমার আমার দোস্তি!!! কিভাবে পারলে?!!? বলো কিভাবে?!!! হিমু: না বন্ধু না.....তুমি ভুল বুঝছো..... $: ভুল!! আজ এও শুনতে হল তোমার মুখে..... হে উপরওয়ালা এর আগে আমার মৃত্যু দিলে না কেন?? হিমু: শান্ত হও দোস্ত, বন্ধু আমার..........আমি বলছি কি ছিল.......... $: থাক আর বলা লাগবে না। $ কে অনেকবার তেলানোর পর সে শুনতে রাজী হল।

হিমু: ম্যানিব্যাগে ছিল ৫টা ২টাকার পুরানো নোট। ভেবেছিলাম বাংলাদেশ ব্যাংক থেকে পাল্টাবো (আম্মাআআ) টিউবলাইট জ্বলে নিভে গেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.