আমাদের কথা খুঁজে নিন

   

অনূদিত জেনগল্প ২৪ : স্বর্গোদ্যান

জেনকে বোঝা কঠিন, এর মানে এটা বোঝা যে এটা বোঝার জন্য নয় ; জেনকে বোঝা সহজ, এর মানে এটা না-বোঝাই হলো এটাকে বোঝা।

মরুভূমিতে হারিয়ে যাওয়া দু'জন লোক ক্রমশ ক্ষুধা ও তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়ল। শেষপর্যন্ত তারা একটি উঁচু দেয়ালের কাছে এসে পৌঁছল। শুনতে পেল, ওইপার থেকে ঝরনার কলকলানি ও পাখির কলরব ভেসে আসছে। তারা দেখল, একটি লসলসে গাছের ডাল দেয়ালের উপর দিয়ে মাথা বাড়িয়ে আছে। গাছের ফলগুলোকে মনে হলো খুবই সুস্বাদু। একজন কোনোভাবে দেয়াল বেয়ে উঠে ওইপারে নেমে যেতে সক্ষম হলো। অন্যজন তবু দেয়াল টপকাল না, বরং হারিয়ে যাওয়া অন্য ভ্রামণিকদের মরুদ্যানের পথ দেখিয়ে নিয়ে আসতে আবার মরুভূমিতে ফিরে গেল। অনুবাদ : জেন সাধু


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।