আমাদের কথা খুঁজে নিন

   

অনূদিত জেনগল্প ১ : ঘণ্টাগুরু

জেনকে বোঝা কঠিন, এর মানে এটা বোঝা যে এটা বোঝার জন্য নয় ; জেনকে বোঝা সহজ, এর মানে এটা না-বোঝাই হলো এটাকে বোঝা।

নবাগত এক শিক্ষার্থী তার প্রশিক্ষণের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করতে হবে তা জেনগুরুর কাছে সবিনয়ে জানতে চাইল। 'আমাকে একটা ঘণ্টা ভাবো', গুরু জবাব দিলেন। বললেন, ‌'নরম করে টোকা দাও, মৃদু একটা আওয়াজ পাবে। জোরে আঘাত কর, শুনতে পাবে সুতীব্র, আলোড়নসৃষ্টিকারী ও নিনাদময় প্রতিধ্বনি।

' অনুবাদ : জেন সাধু পরিশিষ্ট এ গল্পের সম্ভাব্য কয়েকটি শিক্ষণ ১.আমরা যেমন দেব, তেমন পাব, কিংবা দাও এবং অবশ্যই তুমি ফেরত পাবে, কিংবা আঘাত করলে সমশক্তির প্রতিঘাত ফেরত পাওয়া যায়। ২.একজন শিক্ষার্থী সাহায্য পাবার যত চেষ্টা করবে, একজন ভালো শিক্ষক তত সাহায্য করবেন। ৩.জিজ্ঞাসা করবার ব্যাপারে আমাদের খুবই সতর্ক থাকা দরকার। ব্রহ্মাণ্ড তা-ই সরবরাহ করবে, যা আমরা যাঞ্ছা করব। ৪.আমরা গুরুকে একটা জীবন ভাবতে পারি।

জীবনে আমরা যা বিনিয়োগ করব, জীবন আমাদের তা ফিরিয়ে দেবে। যদি আমরা ঠিকঠাক খুঁজতে পারি এবং সুন্দর ও সুখের প্রতি প্রকৃতার্থেই উদার হতে পারি, সর্বত্রই তাদের দেখতে পাব। আর যদি দুর্দশাগ্রস্তের মতো ওদের জাপটে ধরে রাখতে চাই, তাহলে তারা আমাদের ছেড়ে যাবে এমনকি কোনোরূপ জানান না দিয়েই। ৫.ধ্বনিটা এমন-- শিক্ষক বলছেন, আমাকে বেশি করে পারিশ্রমিক দাও, আমি তোমাকে বেশি করে সাহায্য করব। আর কম পারিশ্রমিক দেবে তো সাহায্যও করব তদনুযায়ী।

এ গল্প থেকে আরো কী শিক্ষণ হতে পারে ? ১. ২. ৩. ৪. ৫.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।