আমাদের কথা খুঁজে নিন

   

অনূদিত জেনগল্প ১১ : প্রবুদ্ধ

জেনকে বোঝা কঠিন, এর মানে এটা বোঝা যে এটা বোঝার জন্য নয় ; জেনকে বোঝা সহজ, এর মানে এটা না-বোঝাই হলো এটাকে বোঝা।

একদা এক শিক্ষক ঘোষণা দিলেন যে এক তরুণ ভিক্ষু বোধির অগ্রসর স্তরে উপনীত হয়েছেন। এই সংবাদে মঠে যারপরনাই চাঞ্চল্য সৃষ্টি হলো। ইতঃপূর্বে বোধিপ্রাপ্ত কয়েকজন ভিক্ষু সদ্য বোধিপ্রাপ্ত তরুণ ভিক্ষুর দর্শন লাভ করতে গেলেন। 'আমরা শুনতে পেলাম আপনি বোধি লাভ করেছেন। কথাটা কি সত্যি ?' তাঁরা জানতে চাইলেন। 'সত্যি', তিনি বললেন। 'আপনি এখন কেমন বোধ করছেন ?' 'চির দুঃখী', তরুণ ভিক্ষু জবাব দিলেন। অনুবাদ : জেন সাধু এ গল্প থেকে আমরা কী শিক্ষা পাই ? ১. ২. ৩. ৪. ৫.


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।