আমাদের কথা খুঁজে নিন

   

অনূদিত জেনগল্প ১৫ : আমি জানি না

জেনকে বোঝা কঠিন, এর মানে এটা বোঝা যে এটা বোঝার জন্য নয় ; জেনকে বোঝা সহজ, এর মানে এটা না-বোঝাই হলো এটাকে বোঝা।

এক রাজাধিরাজ, যে কিনা ছিলেন একজন নিবেদিতপ্রাণ বৌদ্ধ, একবার বৌদ্ধবাদ বিষয়ে প্রশ্ন করতে এক মহান জেনশিক্ষককে প্রাসাদে ডেকে পাঠালেন এবং জানতে চাইলেন, 'পবিত্র বৌদ্ধ মতাদর্শ অনুযায়ী শিখরতুল্য সত্য কী ?' 'অসীম শূন্যতা... এবং যার কোথাও কোনো পবিত্রতার লেশমাত্র নেই।'--- শিক্ষক জানান দিলেন। 'যদি কোথাও কোনো পবিত্রতাই থাকবে না, তাহলে আপনি কে বা কী ?'--- রাজাধিরাজ জানতে চাইলেন। 'আমি জানি না।'--- শিক্ষক জবাব দিলেন। অনুবাদ : জেন সাধু এ গল্প থেকে আমরা কী শিক্ষা পাই ? ১. ২. ৩. ৪. ৫.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।