আমাদের কথা খুঁজে নিন

   

বিলম্বিত স্বাধীনতার পোস্ট

অচেনাকে চেনার আর অজানাকে জানার এক দুর্নিবার চেষ্টায় ছুটে চলেছি জীবন পথে......।

(অনেক দিন থেকেই ভাবছি এই পোস্টটি স্বাধীনতা দিবসে করব। কিন্তু স্বাধীনতা দিবস এবং তার আগের পরের ২/৩ দিন ভীষণ ব্যস্ত থাকায় এই পোস্টটি দিব দিচ্ছি করে আর দেয়া হয়ে উঠেনি, তবে এখনও স্বাধীনতার মাস যায়নি দেখে সাহস করে পোস্ট লিখতে বসে গেলাম) দশ বছরেরও বেশি সময় আগের কথা। ক্লাস সিক্সে পড়ি বা সেভেন এ উঠার প্রস্তুতি নিচ্ছি। তখন ও বাংলার সাথে বন্ধুত্ব করেছি নতুন নতুন।

নব সাথিদের যেমন জীবনের সাত রঙ আর চৌদ্দ গোষ্ঠির কাহিনী সব একদিনেই বলে ফেলতে হয়, ঠিক তেমনি বাংলা হাতের লেখাকে কাউয়ার ঠ্যাং আর বগার ঠ্যাং এর চেয়ে উন্নত করার আগেই বাংলায় কবিতা লেখা শুরু করে দিলাম। সেই ১০ বছর আগে- স্বাধীনতা নিয়ে জীবনের প্রথম যখন চারদিকের কলরব শুনলাম, তখনই ডায়রি খুলে ভীষন পচা হাতের লেখায় একটা কবিতা লিখে ফেলেছিলাম। কিন্তু ঐ অতটুকুই, কবিতাটা কাউকে যে পড়া শুনাব, কোথাও যে ছাপাব, তার আর হিম্মত করে উঠতে পারিনা। একবার বন্ধুদের এক মজলিসে হয়তো শুনিয়েছিলাম। আর আম্মুকে হয়তো লুকিয়ে লুকিয়ে দেখিয়েছি্লাম।

এরপর প্রতিটি স্বাধীনতা দিবসের আগেই মনে হয়, এবার কোথাও পাঠাই- কিন্তু তার আর সাহস হয়ে উঠেনি। এতোদিন পর, ব্লগিং জগতে এসে মনে হল, এই সুযোগ! এটাকে তাই আর হাতছাড়া করলাম না - দশ বছর পুরানো ডায়রি থেকে তাই তুলে কিছুটা লজ্জা কিছুটা আড়ষ্টতার সাথে কিছুটা সাহস মিলিয়ে তুলে দিচ্ছি সেই পিচ্চি কিশোরির ততোধিক পিচ্চি কবিতা- "স্বাধীনতার পরিচয়" তোমরা সবাই জান কি ভাই স্বাধীনতার পরিচয়? কেউ বলবে হ্যা এবং কেউ বা আবার নয় তাহলে তো সবার কাছে জানিয়ে দিতে হয় মহান নামের স্বাধীনতার আসল পরিচয়। কেউ বা বলে 'নয় পরাধীন', কেউ বা বলে 'মুক্তি' কেউ বা বলে 'স্বাধীনভাবে চলা ফেরার শক্তি'। এসব কিছু নয় কো তবে আসল স্বাধীনতা মিথ্যে সবই শুনছ যেসব স্বাধীনতার কথা! আমার মতে অত্যাচারই আসল স্বাধীনতা এমন কথা বলছি কেন শোন তবে তা- স্বাধীন দেশে যখন দেখি শুধুই অত্যাচার তখন বল, স্বাধীনতার মানে হবে কি আর??


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.