আমাদের কথা খুঁজে নিন

   

কি লেখি তোমায়.........



ব্লগের সথে পরিচয় অনেকদিন, বলা যায় ব্লগ এর যাত্রা শুরু করার মাস ৪-৫ এর মধ্যেই সামহোয়্যারের সাথে পরিচয় । কিন্তু কখনও লেখার সাহস করিনি । শুধু পাঠকই ছিলাম কখনও লেখক হবার ইচ্ছেও জাগেনি সাহসও করেনি । আর লেখক হবার কোন খায়েসই নেই । তবে বন্ধুরা যখন বলল ব্লগ লিখতে লেখক হতে হয় তখন সাহস করেই ফেললাম । কিন্তু সেখানেও সমস্যা , এই ছয় লাইন লিখতে প্রায় ৩০ মিনিট লেগে গেল... এই গতিতে লেখা চললে এক পৃষ্ঠার ব্লগ লিখতে আপনাদের ১ দিন অপেক্ষা করতে হবে!!! তারপর লিখতে মুরু করলাম । লেখার আগ্রহ জাগেনা প্রথম পাতায় জায়গা পাইনা বলে । কিন্তু সবাই বলল লিখলেই নাকি কেবল প্রথম পাতায় যাওয়া যায় , এখন দ্রুত পোস্ট করছি, দেখি প্রথম পাতায় এলাম কিনা !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।