আমাদের কথা খুঁজে নিন

   

সেক্টর কমান্ডার ফোরাম কেন এবং কি উদ্দ্যেশ্যে যুদ্ধাপরাধিদের বিচার দাবি করছে?

সেই আমাদের বাংলাদেশ।

উদ্দ্যেশ্য একটাই--সেটা হল রাজনীতি। বিচার কোন উদ্দ্যেশ্য নয়। আর বিচার কোন দাবি করার বিষয় নয়। রাষ্ট্র চলে আইনানুসারে।

বিচারের জন্য আর্জি করতে হয় আদালতে, কোন সেমিনারে নয়। এখন প্রশ্ন রাজনীতিটা কি? উত্তর হল--বিবেধ, গন্ডোগোল, বিশৃঙ্খলা, অরাজগতা সৃষ্টি করা। যেমন ধরুন, গোলাম আজমের নাগরিকত্ব নিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল। আন্দলন, গনআদালত ইত্যাদি, মনে আছে? ফলাফল কি? ফলাফল--গোলাম আজম বাংলাদেশের নাগরিক--তা দেশের সর্বচ্চো আদালত কর্তৃক স্বীকৃত হয়েছে। এখন প্রশ্ন অরাজগতায় লাভ কি? উত্তর--লাভ অনেক।

১নং লাভ--অরাজগতার মাধ্যমে দেশের অর্থনিতির বারটা বাজানো। ২ নং লাভ--টাকা পয়সা বানানো। ৩নং লাভ--ক্ষমতার স্বদ গ্রহন। আরো অনেক জানা অজানা লাভ আছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.