আমাদের কথা খুঁজে নিন

   

শিকারী

শঙ্খপাপ আমার

অনেকদিন পর নক্ষত্রের ছুরি, মেঘের বিষ আর শুভালক্ষ্মীর পানিপড়া তুলে নিয়ে শিকারী নেমেছে কাঁধে নিয়ে জলের শায়ক; কতকাল রান্নাঘর জমে নি মৌঁ-মৌঁ গন্ধে মায়াহরিণের কলজে, হয় নি চক্ষুজলনোনতা মদের উৎসব। বসন্ত এসে গেছে অনেক কাল আগে, এখন শুধু বেড়ে উঠার সময়। শিকারী যায় নিঃশব্দিক জলপালকী পদক্ষেপ - মায়াহরিণের সীমানায়; ইদানীং সেয়ানে সেয়ানে - লড়াই করে তবেই জয়। নম্রতার পবিত্রতা নিয়ে আসে দৃশ্যাবলী দূরতলে মায়াহরিণের ছায়ানদ, শিকারী এগোয় নিশ্চুপ, আগামী পূর্ণিমায় উৎসব- কলজে চায় লকলকে। একলা পড়ে থাকে ধারালো সময়বীজ বুকে নিয়ে মায়াহরিণের কাছে শিকারীর অগণন পরাজয়চিহ্ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।