আমাদের কথা খুঁজে নিন

   

জাপানে যুক্তরাষ্ট্রের সাবমেরিন শিকারী বিমান

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর দুটি অত্যাধুনিক সাবমেরিন শিকারী পি-৮এ পোসিডন টহল বিমান জাপানে পৌঁছেছে।চীনের নিকটবর্তী সাগরে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে সাবমেরিন ও অন্যান্য জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি আরো উন্নত করতে বিমানগুলো সহায়তা করবে।

প্রথম দুটি পি-৮ বিমান রোববার জাপানে পৌঁছেছে বলে গতকাল সোমবার  জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জেফরি পুল।

চলতি সপ্তাহের মধ্যেই এ ধরনের আরো চারটি বিমান সেখানে পৌঁছবে বলে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন।

প্রাথমিকভাবে মোতায়েনকৃত এসব বিমান জাপানে পাঠানোর পরিকল্পনা চীনের ‘আকাশ প্রতিরক্ষা অঞ্চল’ ঘোষণার আগেই করা হয়েছে বলে জানিয়েছেন তারা।

এদিকে পেন্টাগন জানিয়েছে, পি-৮ বিমানগুলো বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাল্লার সাবমেরিন বিধ্বংসী ও জাহাজ বিধ্বংসী আকাশযান।

উল্লেখ্য, চীন ও জাপানের মধ্যে মালিকানা নিয়ে বিরোধপূর্ণ দ্বীপগুলোর (চীনে দিয়াইয়ু ও জাপানে সেনকাকু নামে পরিচিত) আকাশসীমায়ও এসব বিমান টহল দেবে বলে পরিচয় গোপন রাখার শর্তে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।