আমাদের কথা খুঁজে নিন

   

অভিশপ্ত



আমার marketing এক friend আমাকে একদিন আমাকে বলতেছে বলতো marketing এর শুরু কিভাবে? বললাম তুইই ভালো বলতে পারবি তো সে বললো শয়তান যেদিন বিবি হাওয়া কে গন্ধম ফল খাওয়ার জন্য এটার গুনোগান করতেছিলো সেটাই মারকেটিং এর শুরু। তার মানে আমাদের এ সুন্দর পৃথিবীতে আসার জন্য যে বিদ্যা, সেটা মারকেটিং অবশ্য এ বিদ্যা শয়তানের বিদ্যা । কিন্তু যে বিদ্যার বলেই আসি না কেন এ পৃথিবীর সব সুন্দর,সব সুখ,সব আনন্দ সব কিছু ভোগ করতে কেন জানি বাধা এ গুলো ভোগ করলে নাকি পাপ । জীবনানন্দের একটা লাইন মনে পড়ে "অবৈধ সংগম ছাড়া সুখ,অপরের মুখ ম্লান করে দেয়ার মতো এতো বড় সাধ আর নাই" আর এই সব কিছুই নাকি পাপ । বিবি হাওয়ার সেই ভুলের জন্যে আমাদের পৃথিবীতে আসা আর এসেই পদে পদে বাধা, সুখ করার সময় কই ।

যারা আমাদের পথ প্রদর্শক তারা সব সময়ই সুখ করতে বাধা দি্য়ে গেছেন বলেছেন কষ্ট কর,নিজেকে,যৌবনকে control কর,দৃষ্টি সংবরন কর সব সুখ করা যাবে পরজগতে, ঈশ্বরের প্রমোদ উদ্যানে, সেখানে কোনো পাপ নাই । আর পৃথিবী হচ্ছে প্রায়শ্চিত্তের, যেই ভুল করেছিলেন আদম আর হাওয়া । প্রায়শ্চিত্ত করতে হবে নিজেকে কষ্ট দিয়ে । এখান থেকেই বোঝা যায় কেন "কৃষন করলে লীলা খেলা আর আমরা করলে পাপ" কারন কৃষন যে সয়ং ঈশ্বর তার তো কোনো ভুল নাই সে কিসের প্রায়শ্চিত্ত করবে । আমরা মানুষরা না হয় অভিশপ্ত কিন্তু কুকুরের কি অভিশাপ ? আমরা সবাই রাস্তা ঘাটে কুকুরের নির্লজ্জের মতো লীলা করতে দেখি বিশেষ করে ভাদ্র মাসে ।

এটাও একটা অভিশাপ । মহাভারতের পনচ পান্ডবদের স্ত্রী ছিলো একজন, দ্রোপদী । তো এই একজন কিভাবে পাচ জনকে সামাল দিবে? এক জনের সাথে লীলার সময় যদি আরেক জন চলে আসে? এই নিয়ে তারা একটা নিয়ম করল যে যখন একজন ঘরে ঢুকবে তখন সে বাইরে তার জুতা জোড়া রেখে ঢুকবে । তো একদিন পনচ পান্ডবদের একজন যখন ঘরে দ্রোপদীর সাথে লীলারত তখন বাবাজী কুকুর পান্ডবের জুতা জোড়া নিয়ে ফুট । তখনি দূর্ঘটনাটা ঘটে, আরেক পান্ডব ঘরে ঢুকে দ্রোপদীকে লীলারত আবিষ্কার করে , আর এই লজ্জায় দ্রোপদী কুকুর দেয় অভিশাপ ।

আর এই অভিশাপ কুকুরকে আজো বহন করতে হচ্ছে . উউউফফফ বাংলা লিখতে অনেক কষ্ট আর এইটা হচ্ছে আমার first post . Reply dile valo lagto. Somewhereinblogger der ke suvechcha...... bidro: "Banan vul hole khoma parthi"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।