আমাদের কথা খুঁজে নিন

   

শালার লংকায় গিয়ে রাবণ হয় সবাই...লাথি গুতা খাই আমরা



খাদ্য উপদেষ্টা গতকাল আমাদের ভাত কম খাওয়ার পরামশ' দিলেন। কত দামী পরামশ'!!!ঠিকই আছে , কারণ এতে আমাদের দেহের কাবো'হাইড্রেট ইনটেক কমবে, আমরা হয়ে উঠবো অধিক কম'ক্ষম জাতি। আহারে, কারণ সকাল তো শুরু করি আমরা কন'ফ্লেকস আর খাঁটি দুধ খেয়ে!!! আমাদের দেশের সকল খাবারে তো সরকার এমন ভাবে মান নিয়ন্ত্রন করে যে আমরা সবসময় পুষ্টিগুনসম্পন্ন খাবার খাই!!! সুতারং শুধু ভাত না খেলে কি হবে? বোরো চাল আসলে আমরা তখন দিন রাত শুধু খাবো আর খাবো, এখন যত কম খাচ্ছি তখন তা পুষিয়ে নিবো। কি আনন্দ্ আকাশে বাতাসে!!!! মধ্যবিত্তদের জন্য কিছু করার নাই। মধ্যবিত্তরা বাতাস খেয়ে বাঁচবে!!উপদেষ্টা বললেন যে, মধ্যবিত্তরা গতর খাঁটান না।

তাঁরা একটু জায়গা না হেঁটে যান রিকশায়। শপিং বেশী করেন। এসব কমাতে হবে মধ্যবিত্তদের!!!হা হতোম্মী। চাল কিনে আর মাসিক বাজার করেই তো বেতন অলমোস্ট শেষ হয়ে যায়। তারা এখন কি করবে!!আমার পাশের বাড়ির সরকারী চাকুরে আজমত চাচাকে তো প্রতিদিন এখন হেঁটে অফিসে যেতে দেখি।

সেদিন জিগ্গেস করায় বললেন বিকেলে ফেরার সময়ও হেঁটেই ফেরেন। (সরকারী আদেশ এসেছে কিনা ওনার অফিসে তা জানিনা)বাজার করাটা ছিল ওনার শখ। অল্প কিনলেও ফ্রেশ খাবার খাবেন তাই মাঝে মাঝেই সন্ধার পরে দেখতাম বাজারে যেতেন উনি। এখন দেখি প্রতিদিন সন্ধায় বিরস বদনে বারান্দায় বসে থাকেন আজমত চাচা। অন্ধকারে ঠিক বুঝতে পারিনা ওনার চোখের দৃষ্টি, তবে মাঝে মাঝে চোখে হাত দেন, হয়তো চোখে ময়লা পড়েছিলো বার বার, নয়তো চোখের পানি, কে জানে? শালা লংকায় গেলে সবাই রাবণ হয় যার ছোঁড়া অগ্নিবাণে নিশব্দে পুঁড়ে যান আজমত চাচারা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।