আমাদের কথা খুঁজে নিন

   

কেবলই অরণ্যে রোদন।

http://www.paybox.me/r/rihan

তোমার কাছে আমি কীইবা চেয়েছিলাম এমন, বলিনি তুমি আমায় উৎসর্গ করো তোমরা উথলে পড়া যৌবন, বলিনি আমার সকল দুঃখগুলোকে জড়ো করে এক নিমিষেই বানিয়ে ফেলো তোমার মাথার বোঝা, বলিনি তোমার খোঁপায় গোঁজা ফুল বিছিয়ে আমায় করো পূজা, শুধু চেয়েছিলাম তোমার একটুখানি ছোঁয়া, সবাক নয়নে তোমার এক চিলতে হাসি, আমার শত শোক বিষাদেও শুনতে চেয়েছিলাম কেবল তোমারই প্রেমের বাঁশি, চেয়েছিলাম অতল আঁধারে নিজেকে হাতড়ে খোঁজা আমার একটুখানি আশ্রয় হবে তোমার হৃদয়ের ছোট্ট কোনো কোণায়, চেয়েছিলাম মিথ্যা আশ্বাসে হলেও তুমি বলবে হেসে আমায়- তুমি ভেবো না, আমি আছি, এইতো আমি, হেঁটে হেঁটে চলে যাব তোমার পাশাপাশি, ততদূর, যতদূর হেঁটে গেলে দিগন্ত ছোঁয়া যায়। হায়, বড় স্বার্থপর তুমি, আমার আকুতি তোমার অরণ্যে কেবলই অরণ্যরোদন, একদিন বুঝবে তুমি, সেদিন হয়তো তোমার শত মিনতিতেও খুঁজে পাবে না আমায় তোমার অশ্রু সজল দু'নয়ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।