আমাদের কথা খুঁজে নিন

   

আমি কেবলই সর্বনাম

ঝর্ণার পাশে বাড়ি/ জলের তেষ্টায় মরি/ জীবনের খেলাঘর/ বেঁধে যাই নিরন্তর।

আমি বলে কিছু নেই। সবটাই তুমি! আর যাকে ‘আমি’ বলি; সে তো কেবলই কামনার পেন্ডুরা- দেহ-মন-প্রাণ এই ত্রয়ী মিলে জাগায় আমিত্ব অনুভব জুড়ে ... ... ... ... এখানেই জটিলতা; শূণ্য-প্রাণ-খাচা মূল্যহীন ... ... ... ... দ্রুতই লোক-চক্ষু-অন্তরাল; অশ্রুজল আবেগ... সেই বোধে জেনে গেছি আমিত্ব অসার সাময়িক মালিকানা; আমানত নিয়মে- উল্কাবৎ আলোর মত সর্বনামেই থাকুক আমি; জীবনের অভিধানে তুমিত্বই হোক ... ... ... ... . সত্তার আরাধনা-কামনা-যাতনার শেষ অনুভব... ০১.১০.২০১৩ রাজনগর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।