আমাদের কথা খুঁজে নিন

   

১৯৭১ আমার চেতনা আমাকে রাজাকার বলছে, তার প্রতি আমার জবাব.......



১৯৭১ আমার চেতনা, বয়স কত? আমাকে ঠ্যাংগানোর সাহস যদি থাকে তো বলো, ঢাকা শহরের কোথায় আসবো, সেখানেই তোমার সাথে দেখা করবো পারলে আসো ঠ্যাংগাইয়া যাও। এত বড় বুকের পাটা নিয়া তুমি জন্ম হও নাই যে আমাকে ঠ্যাংগাবা। আর আমারে রাজাকার বলছো এই জন্য তোমাকে আমি ব্যাক্তিগত শত্রু ঘোষণা করলাম। আমার ব্লগ দেখো তারপর আমি রাজাকার না কি সেইটা বইলো। বেশী লাফালাফি কইরো না।

ইন্টারনেটে বইসা ঠ্যাংগানোর কথা বল, কাজের সময় কই থাকো? রাজাকার বিরোধী কি করছো জীবনে ব্লগে বইয়া প্যানপ্যান করা ছাড়া। আমি শহীদ জননী জাহানারা ইমামের সাথে আন্দোলন করা মানুষ। আমার পরিবারে মুক্তিযোদ্ধার সংখ্যা শুনলে তুমি ভিমড়ী খাইতে পারো। আমার নানা এবং মামাকে রাজাকারেরা বেয়নেট দিয়ে খুঁচিয়ে পরিবারের মানুষের সামনে হত্যা করছে। আর তু মি আমাকে রাজাকার বলো? তোমারে আমি আবারো বলতেছি যেখানে ইচ্ছা বলো, আমি আসবো, পারলে ঠ্যাংগাইয়া যাও আমারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।