আমাদের কথা খুঁজে নিন

   

মোল্লারা সম্পত্তি সংকোচনের ভয়ে ধর্মের বিধান নিয়ে লম্ফঝম্ফ শুরু করেছে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

নারী উন্নয়ন নীতিমালা নিয়ে মোল্লাদের কোন অসুবিধা থাকতো না যদি এতে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির অর্ধেক নারীদের দেবার বিধান করার কথা না থাকতো। বায়তুল মোকাররম মসজিদের নব নিযুক্ত খতীব তো ষাড়ের মত চেচিয়ে বললেনই, সমাধিকার দেয়া যাবে না, মানে সম্পত্তির অর্ধেক নারীদের দেয়া যাবে না। মানে মোল্লাদের ভাগে সম্পত্তি কম পড়ায় হাদীস কোরআন নিয়ে চেচাতে চেচাতে নিজেদের লুংগি কোর্তা খুলে ফেলেছে। এই ভন্ডরা ধর্মের কথা বলে একাত্তরে বাঙালী মুসলমানদের হত্যা করেছে। মোল্লাদের বেশীরভাগই পুরুষ এবং একমাত্র নিজেদের ভাগের জাগতিক সম্পত্তি সংকোচনে এখন ধর্মের বিধান নিয়ে মাঠ গরম করছে। এদের বিরুদ্ধে প্রতিটা নারী-পুরুষের সোচ্চার হওয়া বাঞ্ছনীয়। তাদের সম্পত্তির উপরে কোন অধিকারই থাকা উচিত না। তোরা নামাজরোজা কর বাছা, স্থাবর-অস্থাবর সম্পত্তি দিয়া তোরা কি করবি? আল্লাহ তোদের জন্য ওপাড়ে সেসব তো রেখেছেই অফুরান, উত্তম জাঝা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.