আমাদের কথা খুঁজে নিন

   

২৬শে মার্চ



আমার পোলায় জিগায় ২৬শে মার্চ কি অইচিল। পোলারে কমু একটা আর পোলায় বাইরে গিয়া হুনবো আরেকটা। পরে আমারে মিথু্ক কইবো। তাই পোলারে কইলাম ২৬শে মার্চ অইছে বিএনপির লাইগা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনা দিবস। জিয়াউর রহমান ঐ দিন ছাদিনতার ঘোসোনা দিয়া বাঙালীগো যুদ্ধ করবার পাঠাইছিলো।

হেল্লাইগা ২৬শে মার্চ অইতাচে বিএনপিগো দিন। বুচচো? মাই সান? আবার শেখ মুজিব ছোট বেলা থেইকা রাজনীতি কইরা কইরা পাকিস্তানের জেলে টেলে গিয়া অত্যাচারিত নির্যাতিত অইয়া শেষমেষ মার্চ মাসের ৭ তারিখে একটা ভাষণ দিচে রমনায়। পূর্ব পাকিস্তানের স্বাধীনতার লাইগা শেখ মুজিব আছিলো ছাদিনতার নায়ক। হেল্লাইগ্গা ২৬শে মার্চ অইচে আওয়ামীগো দিন। রাজাকার বাহিনী যুদ্ধ করে নাইক্কা, মগার মুক্তিযুদ্ধাগোরে ভাত পানি খিলাইছে।

পাকিস্তানীগো থেইক্কা বাচাইছে, মুক্তিযোদ্ধাগো লাইগা দোয়া করচে। মুক্তিযোদ্ধাগোরে পাকিস্তানি ঘাটি চিনাইয়া দিচিলো বম মারনের লাইগ্গা। হের লাইগা রাজাকার বাহিনী ভি ২৬শে মার্চ আইলে ফালাফালি করবার লাগে। পোলায় কয়, তাইলেতো ৩ গুরুপে মিল্লা দেছরে ছাদিন করচে। আমার মনে লইবার লইচে আওয়ামীগো কোনো কিতিত্ব নাইক্কা।

শেখ মুজিব আগে কি করচিলো, ওইটাতো পাষ্ট অইয়া গেচেগা। ২৬ তারিখের জিয়ার স্বাদিনতার ঘোসোনা আর রাজাকারগো মুক্তিযোদ্দা সেবা, এই দুই গুরুপেরই অবদান বেছি। হেল্লাইগ্গাতো আওমীরা খমতায় আচিলো ৯ বচোর। বিএনপিরা আচিলো ১৪ বচোর। যার অবদান বেছি হেইতো খমতায় বইবো বেছি।

তয় বাপজান রাজাকাররা অহনতরি গদিতে বহেনাইক্কা কেলা? আমি কইলাম : অগোরে তোমরাই গদিতে বহাইবা। ছিবির টিবির কইরা খমতায় বহায়া দিবা, তোমাগোইতো দিনকাল। But the truth was something else which is an open secret.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.