আমাদের কথা খুঁজে নিন

   

আবর্তিত সাঁঝ



অনন্ত আশ্বাসে নিশ্ছিদ্র নীলের দহন, একান্তে প্রকম্পিত ব্যাপক বিস্তারে; যেন উচ্চতর কামনার সাধ, শুধু বালির বাঁধ -- সব একাকার আজি অন্ধকারে। ছাইয়ের রঙের মতো আথবা রক্তাবতী মিশমিশে কালো আন্ধকারে, প্রবাহের প্রাক্কালে প্রত্যক্ষ প্রবল, দুধসাদা আকাশের ক্যানভাসে তার অরণ্য ধবল। অধীর আগ্রহের ভারে কাপালিক চোখে নেমে আসে ঘুম, আর আসে সার্থকতা, বিস্ফারিত নির্জনতায় এঁকে দিয়ে যাবে কেউ সর্বনাশা চুম। তথাগত রায় জুলাই, ২০০৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।