আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েটার স্বাধীনতা



৪৫) মেয়েটার স্বাধীনতা মেয়েটার স্বাধীনতা মানে যখন খুশী বেড়িয়ে পড়া প্রকৃতির কাছে সবুজের কাছে নদীর কাছে আকাশের কাছে। মেয়েটার স্বাধীনতা মানে আগুন এর তাপ অথই আগুন। বুকের ছায়ায় সুখ কবিতার দারুণ কাঁপন। মেয়েটার স্বাধীনতা মানে অজস্র তারার সাথে মিতালী পাতানো। ইচ্ছের ঘুড়ি যখন খুশী আকাশে উড়ানো।

মেয়েটার স্বাধীনতা মানে যখন তখন ঘুমিয়ে পড়া। স্বপ্ন বিধুর নীল স্বপ্নের জাল বোনা। স্বপ্নের মাঝে সুখ পাখী হ'য়ে গুঞ্জন করা। মেয়েটা আজ আকাশ দেখে দেখে পাখী হ'তে চায়। সবুজ দেখে দেখে গাছ হ'তে চায়।

বৃষ্টি ছুঁয়ে ছুঁয়ে নদী হ'তে চায় । সুর হয়ে হয়ে গান হ'তে চায় আলো হয়ে হয়ে জ্যোছনা ছড়াতে চায়। মেয়েটা আজ ভালোবাসি বলে সুখী হ'তে চায় । মেয়েটার স্বাধীনতা দেবার জন্য ওর বাবা ওর ভাই ওর প্রেমিক ওর স্বামী খুব গর্বিত হয়। অথচ ওরা কেউ জানেনা স্বাধীনতা হলো সহজাত ভীষন গভীর এক অনুভূতি।

মেয়েটাকে দিতে চাও যদি কিছু দাও ভালোবাসা। দাও অযুত নিযুত কোটি ভালোবাসা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.