আমাদের কথা খুঁজে নিন

   

অবসান



অবসান বিপন্ন প্রতিায় তোমার আগমনের বিশ্বাসে, টুকরো কিছু ত হাতে দাঁড়িয়ে। আজ এই বিনয়ের অসাড় মঞ্চে, অর্থহীন ভালোবাসা প্রবর আত্মসম্বরণে সৈরাচারী। নিদ্রাশূন্য ক্রোন্দনে তোমার অস্তিত্ত্বেও ক্যানভাসে, নিসর্গ প্রদাহে বিমর্ষ স্মৃতিগুলো জীবন্ত হয়। অলসতার অবসানে নিষিদ্ধ সম্ভভাবনার উপাসনায়, অঙ্কিত বিচ্ছেদকে প্রগাঢ় ত্রাসে ধ্বংস করি। আবার শূন্যতায় ছুটে চলি পক্ষাঘাতে, উপহাসের দ্বন্দ্বে ভালোবাসার অবারিত উন্মেষে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।