আমাদের কথা খুঁজে নিন

   

অবসান চাই

অবসান চাই অপরাজনীতির, দুনীতির সর্বোপরী সকল খারাপের? দেশের ১৮ কোটি জনগণই এর পক্ষে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে আমরা এসবের পরিবর্তনের কথা মুখেই শুধু বলছি না বাস্তবে রূপ দেয়ার জন্যও কাজ করছি। বিএনপি-জামাত দেখলাম, আওয়ামী লীগও দেখলাম। কেউ তো কম দেখালো না। সবাই তো দেশকে উন্নয়নের জোয়ারে ভাসানোর কথাই বলেছে।

করেছে কতটুকু? এটাই ভাববার বিষয়। সব আমলেই দুনীতি হয়েছে। ক্ষমতায় থাকলে সবাই নিজে নিজের ঢোল পেটান, "আমাদের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে। " ক্ষমতা থেকে সরিয়ে দিলেই আবার সরকারি দলের দুর্নাম শুরু করে বিরোধী দল।

বিরোধী দলের দুর্নাম শুরু করে সরকারি দল। জনগণও চাই এসবের অবসান হোক। কিন্তু হবে টা কিভাবে? এমননিতেই নির্বাচনে প্রতীক পরিবর্তন করলে? না এটা অদোতেই সম্ভব না। বয়স খুব বেশি হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল দেখি নি।

মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল দেখিনি। এরশাদের শাসনামলও দেখি নি। কিন্তু জন্মের ছয় বছর পর থেকেই মানুষকে নৌকা, ধানের শীষ নিয়ে স্লোগান দিতে দেখেছি। এরও আগে জাতীয় পার্টির ভোট চাইতে আমাদের বাড়িকে অনেক অচেনা মানুষকে দেখেছি। আজ কেন যেন একটু হিসেব নিকেশ করতে ইচ্ছে হল তাই একটু ফেবুতে স্ট্যাটাস দেয়ার জন্যই এটা লিখছি।

বিএনপি-জামাদের সময় দুর্নীতি, হানাহানি ও জিনিস পত্রের দামের উর্ধ্বগতি ও মূদ্রাস্ফীতি ও সাম্প্রদায়িক হামলা সবকিছুই পত্রিকায় এসেছে এবং অনেক কিছু নিজের চোখেও দেখেছি বটে। প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি'র নেতৃতে আসা সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে। দুইদলকেই জনগণ ভোটের মাধ্যমে ক্ষমতাচু্ত করেছে। এবারও হয়তো জনগণ পরিবর্তন আনবে কিংবা নাও আনতে পারে। এই দুইটা দলের একটা দল মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করে।

আরেকটা দল ধর্ম নিয়ে রাজনীতি করে। এই দুইটা প্রধান বিরোধী দল ও জোটের মুক্তিযুদ্ধ ও ধর্মের বাইরে এমন কিছু নাই যা নিয়ে রাজনীতি করতে পারে। আজ বিএনপি দলীয় জোট দ্রব্যমূলের উর্ধ্বগতি ও নানান ইসু্্যতে আন্দোলন করছে। আওয়ামী লীগও করেছে। কিন্তু এসব জনগণ বিরোধী সরকারী পদক্ষেপ কী কখনও থেমে থেকেছে? কখনও থামেনি।

যেমনটি ধরা যায়---দ্রব্যর্মূল্যের কথা--এটার উর্ধ্বগতি কি কোন সরকার থামাতে পেরেছে। দুনীতির কথা--- এটাও কি কখনও বন্ধ হয়েছে। অপরাজনীতি--এটাও কি কারো আমলে কম হয়েছে। আসলে কখনও হয়নি। হবেও না।

আজ দেশটা যতটুকু এগিয়েছে এটা এদেশের জনগণের জন্যেই। কোন সরকারের কল্যাণে নয়। বরং দেশটা যতটুকু পিছিয়েছে তার সবটুকু এদেশের অপরাজনীতি চর্চাকারী সরকার ও তাদের চেলাপেলাদের জন্য। এদেশের রাজনীতিবিদদের কাছ থেকে তেমন কিছুই এত বছরে যখন হলো না। আবার হবে।

এমটাও বলা যাবে না। পরিবর্তন হলে এদশের মানুষকেই হতে হবে। হয়তো ভোট কেন্দ্রে যাওয়া বন্ধ করতে হবে। নইলে সরকারের প্রতিটি জনগণ বিরোধী পদক্ষেপের সমুচিত তাৎক্ষনিক জবাব দিতে হবে। এ জন্য এদেশের জনগণকেই রাজনীতিক হীন স্বার্থের উর্ধ্ধে উঠে আসতে হবে।

আমার দেশ বাংলাদেশ আমার মা বাংলাদেশ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।