আমাদের কথা খুঁজে নিন

   

আসছে মাইক্রোসফটের ট্যাব‘সারফেস ২’

সারফেস আরটি ট্যাবলেটের পরবর্তী সংস্করণ ‘সারফেস ২’ বাজারে আনছে মাইক্রোসফট। সারফেস ২ ট্যাবলেটটিতে আগের সংস্করণটির চেয়ে যত্সামান্য পরিবর্তন আনতে পারে প্রতিষ্ঠানটি। ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক খবরে বলা হয়েছে, চলতি বছরের শেষ প্রান্তিকে অর্থাত্ অক্টোবর থেকে ডিসেম্বর মাস নাগাদ দুটি মডেলের ‘সারফেস ২’ ট্যাব বাজারে আনবে মাইক্রোসফট।

সারফেস ২ ট্যাবলেটের একটি মডেলে থাকবে ইনটেলের তৈরি দ্রুতগতির হ্যাসওয়েল প্রসেসর, আরেকটিতে থাকবে এনভিডিয়ার টেগরা প্রসেসর। নতুন ট্যাবলেট উইন্ডোজের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ৮.১ সমর্থন করবে।



বাজারে থাকা ১০ দশমিক ৬ ইঞ্চি মাপের সারফেস আরটি ট্যাবলেটের মাপেই বাজারে আসবে ‘সারফেস ২’ ট্যাব। এর ব্যাটারির চার্জ থাকবে টানা আট ঘণ্টা। নতুন ট্যাবে ইউএসবি ৩.০, ওয়াই-ফাই ও ব্লুটুথ-সুবিধাও থাকবে।

বর্তমানে সারফেস আরটি ট্যাবলেট ৩৪৯ মার্কিন ডলার দামে বিক্রি করছে মাইক্রোসফট। কি-বোর্ড কভারসহ এর দাম ৩৯৯ মার্কিন ডলার।

তবে সারফেস ২ ট্যাবলেটের দাম ও ফিচার সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি মাইক্রোসফট। এ বিষয়ে এখনই মুখ খুলতে রাজি নয় প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নিওউইন, উইন্ডোজ সুপারসাইট নতুন ট্যাবলেটের ফিচার নিয়ে তথ্য ফাঁস করেছে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.