আমাদের কথা খুঁজে নিন

   

আমার বাসরঘরে

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com

কোন একদিন... ...ঠাস্.... : এটা কি হলো? : পারমিসন নিলে না কেন? : তাই বলে এত জোরে মারলে? আমি তো স্রেফ একটু আদর করছিলাম। সত্যিই আমার মেজাজটা গরম হয়ে গেল। ইচ্ছে হচ্ছিল, ওকে ধাক্কা দিয়ে সামনের লেকে ফেলে দিয়ে চলে যাই। সামান্য একটু চুমুর জন্য এত বড়ো অপমান।

আর, এটাতো প্রথমবার ছিলনা। তাছাড়া, আমি তো ওর বেলায় এরকম কিছুই করিনা। এরকম থাপ্পর কিন্তু সেদিন রিক্সাতেও হজম করতে হয়েছে। সেদিন না হয় বুঝলাম, কিন্তু এখন কেন? আমি লক্ষ্য করেছি, আমায় কষ্ট দিয়ে ও একটা অদ্ভুদ একটা শান্তি পায়। আমার যথারীতি, আবার পিত্তি জ্বলে গেল।

উফ.... : ওলে বাবা, খুব লাগ হয়েছে বুঝি। সরি বললাম তো। আমি তখনো রাগে রীতিমতো জ্বলছি। কিন্তু, এটাও বুঝে গেছি, এখন ওর তরফ থেকে অনুরাগের পালা। আন্দাজ করতে পারছি, এখন পরবর্তিতে আর কি হতে পারে।

আমার উপর প্রয়োগকৃত ওর সেই মোক্ষম ও ভয়াবহ এন্টি-রাগীয় ঔষধ। যেই না ভাবা, তার আগেই ঔষধের এক্সান টের পেতে শুরু করেছি। আমার কানের লতিতে কামড়ে কি যে সুখ পায় বুঝিনা। তার উপর যখন কানে ফুঁ দেয়, তখন গায়ে কাঁটা দিয়ে ওঠে। এসব আইডিয়া যে কোথ্থেকে পায়, জানিনা।

আমার রাগের কথাগুলো গলাতেই দলা পাকানোর আগে কোথায় যেন মিলিয়ে যায়। : উফ,আস্তে.... আমার আবারও গায়ে কাঁটা দিয়ে উঠল। কোন এক রাতে....মুঠোফোনে আর্শিবাদে পাশাপাশি, : আচ্ছা, তুমি কি ভার্জিন? রিনরিনে হাসি দিয়ে বলল, : তোমার ভাগ্য ভালো। পাশে থাকলে সেদিনের মতো থাপ্পরটা মিস হতো না। : আসো, একটা দিন ঠিক করি।

স্পেশাল দিন। স্পেশাল পারপাস নিডস টু বি সারভাবড ইন আ স্পেশাল ডে। : মানে টা কি হলো? : "ভ্যালেনটাইনস ডে" টা এখনো অনেক দেরি, তাই না? : দোয়া করি, তার আগেই তোমার সেটেলমেন্টটা কনফার্ম হোক। : কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি! :"স্পেশাল পারপাস নিডস টু বি সারভাবড ইন আ স্পেশাল ডে। " ১৪ই ফেব্রুয়ারি.... সেদিন আমরা দুজনই কথা রেখেছিলাম।

গিয়েছিলে তুমি তোমার স্বামী সহবাসে। আর, আমি ছিলাম তেল চিটচিটে, নোংরা আড়াইশো টাকার সঙ্গিনির সাথে, "আমার বাসরঘরে"।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।