আমাদের কথা খুঁজে নিন

   

~অপর বাস্তব-২ কিনলাম

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

আজকে বইমেলায় গেছিলাম দুপুর চারটার সময়। প্রধান উদ্দেশ্য অপর বাস্তব কিনব, সেই সাথে অন্য বই। মেলায় ঢুইকাই প্রথমে লিটলম্যাগাজিনের কর্ণারে গেলাম না। ঘুরাঘুরি করলাম, তিন চারটা বই কিনলাম। প্রায় সাড়ে ছয়টার দিকে গেলাম লিটল ম্যাগাজিনের ঐ দিকে।

খোজাখুজি করতে করতে হঠাৎ চোখে পড়ল অপরবাস্তব। দুইটা বই ডিসপ্লেতে রাখা। আশে পাশে উঁকি, ঝুকি দিলাম কোন ব্লগাররে দেখা যায় কিনা। যদিও, চিনিনা কাউরেই তবে চারুকলার আড্ডায় কয়েকজনের ছবি দেখছিলাম। পরিচিত মনে হইল না কাউরেই।

এক চাচারে দেখলাম পাশে দাঁড়ায় আছেন। কিন্তু তারে কোন দিক দিয়াই ব্লগার বইলা মনে হইল না। একটু পাশেই তিন ব্যক্তি (দুই জন পুরুষ একজন মহিলা) আলোচনা করছিল। একটু কান দিলাম তাদের আলোচনায় । বেশি বুঝি নাই, তবে একজন বলছিল, চারপাঁচ জনের সাথে ছবিতে নাকি কাকে দেখেছে।

এই জাতীয় আলোচনা। মনে হইল হয়ত তারা ব্লগার হতেও পারেন। অতঃপর সময় নষ্ট না করে একটা অপর বাস্তব কিনলাম। দাম নিল ষাট টাকা। গতকাল একপোস্টে পড়ছিলাম লেখক অপরবাস্তব কিনবার সময় তারে বিক্রেতা জিজ্ঞাসা করছিল, "আপনি কি ব্লগের?"।

আমি ভাবলাম যদি কেউ জিজ্ঞাসা করে!! কিন্তু, আমারে কেউ কিছু জিজ্ঞাসা করলনা । মনে হইল অপরবাস্তব মার্কেটে হটকেক!! পাত্তাই দিল না (আম্মাআআ)। অতঃপর ঐ খানে দাঁড়ায়া পৃষ্ঠা উল্টাইলাম এবং একাকী বই মেলা হইতে বইয়ের বোঝা কাঁধে নিয়া বাহির হইয়া আসিলাম।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।